কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুলের বিরুদ্ধে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির অধীনে দুস্থ নারীদের তালিকায় নিজের স্ত্রী এবং ইউপি সদস্যদের স্ত্রীর নাম যুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল বলেছেন, “ফাঁসানোর জন্য কেউ হয়ত অনলাইনে আবেদনের সময় আমার স্ত্রীর নাম দিয়ে আবেদন করেছেন। আরো কয়েকজনের বিষয়ে অভিযোগ আছে। নাম যাচাইয়ে ত্রুটি ছিল। বিষয়টি ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) তদন্ত করছেন।” 

উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছেন, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় অসহায় দুস্থ নারীদের প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এ লক্ষ্যে অনলাইনে আবেদন চাওয়া হয়। এরপর ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরেজমিন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১৮৭ জন দুস্থ নারী আবেদন করেন। ৯৭ জনকে চূড়ান্ত করে যাচাই-বাছাই কমিটি।

চলতি বছরের ৩০ জুন ভিডব্লিউবি নারী বাছাই কমিটির সভাপতি হিসেবে ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল, সদস্য সচিব হিসেবে ইউনিয়ন পরিষদের সচিব, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও সর্বশেষ ইউএনওর স্বাক্ষরে ৯৭ জনের চূড়ান্ত তালিকা করা হয়। তবে, তালিকায় প্রকৃত দুস্থ নারীদের বাদ দিয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের স্ত্রীদের নাম তালিকাভুক্ত করার অভিযোগ ওঠে।
এ ঘটনায় গত ২৪ আগস্ট ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দেন আমবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.

বকুল আলী। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল নিজের স্ত্রীসহ কয়েকজন ইউপি সদস্যদের স্ত্রীর নাম তালিকাভুক্ত করেছেন। তালিকার বেশিরভাগ নারীর কাছ থেকে কার্ডপ্রতি ৫ থেকে ১০ হাজার করে টাকা নেওয়া হয়েছে। আমবাড়িয়া ইউনিয়নে ৯৭ জন দুস্থ নারীর তালিকায় ৬০ নম্বরে আছেন ইউপি চেয়ারম্যানের স্ত্রী মোছা. আঞ্জুমান আরার নাম। স্ত্রীর অভিভাবক হিসেবে চেয়ারম্যানের ছোট ভাই আবুল কালাম আজাদের নাম ব্যবহার করা হয়েছে।

তালিকায় ইউপি সদস্যদের স্ত্রী-স্বজন 
চেয়ারম্যান ছাড়াও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানার স্ত্রী মোছা. নুরুন্নাহার বেগমের নাম আছে তালিকার ৮৩ নম্বরে। স্বামী বা অভিভাবকের স্থলে লেখা রয়েছে রমজানপুর। তালিকায় ১৯ নম্বরে আছেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিনাজুল ইসলামের স্ত্রী ময়না খাতুন। ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দাউদ আলীর স্ত্রী জরিনা খাতুনের নাম আছে ৩৬ নম্বরে। ৪২ নম্বরে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেনের স্ত্রী মোছা. সুন্দরী আক্তারের নাম অন্তর্ভুক্ত করা হলেও অভিভাবকের স্থলে ভেদামারী গ্রাম লেখা রয়েছে। ইউপি নির্বাচনের সময় চেয়ারম্যানকে যারা সহযোগিতা করেছেন, দলীয় সেসব লোকের স্বজনদের তালিকায় রাখা হয়েছে। তাদের মধ্যে ৯৭ নম্বরে নুর আলীর স্ত্রী মোছা. আমেনা খাতুন, ৫৪ নম্বরে সজীব আহম্মেদের স্ত্রী গুনি খাতুন, ২৩ নম্বরে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মারফত আলীর ভাগ্নি মোছা. জানেরা খাতুনের নাম আছে।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন থাইল্যান্ড প্রবাসী ছিলেন। তার দোতলা বাড়ি আছে। তার ছোট ভাইও থাইল্যান্ড প্রবাসী। এলাকায় তারা কোটিপতি হিসেবে পরিচিত। 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন বলেছেন, তালিকায় অন্তত ১১ জনের বিষয়ে অভিযোগ উঠেছে। যাচাই-বাছাইয়ে হয়ত ত্রুটি ছিল। উপজেলা পর্যায়ে নাম সংশোধনের জন্য বলা হয়েছে।

ইউএনও মো. নাজমুল ইসলাম বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। সেখানে চেয়ারম্যানের স্ত্রীর নামসহ আরো কয়েকটি নামের বিষয়ে অভিযোগ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আজ সোমবার সরেজমিনে তদন্ত হবে। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কোনো অসঙ্গতি থাকলে তালিকা প্রকাশের ছয় মাসের মধ্যে সংশোধনের সুযোগ আছে।

ঢাকা/কাঞ্চন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আমব ড় য় ক ত কর উপজ ল র ইউপ সদস য

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ