বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হবে৷ সিলেটে সোমবার (০১ সেপ্টেম্বর) বোর্ডের ২১তম বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রায় সোয়া দুই ঘণ্টার বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেন। বোর্ড সভায় ছয় পরিচালক সশরীরে উপস্থিত ছিলেন। দুই জন অনলাইনে যুক্ত হন।
আরো পড়ুন:
মসনদে থাকার ইচ্ছা আমিনুলের, কিন্তু…
‘ভুল জায়গায় দাঁড়িয়েছেন নাজমুল আবেদীন, হোম ওয়ার্ক করেনি পাইলট’
‘‘অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনের মাধ্যমে জানতে পারব। তবে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত।’’
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, শোনা যাচ্ছে, ৪ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন নিয়ে নাজমুল আবেদীন যোগ করেন, ‘‘নির্বাচন কমিশন এখনো গঠন করা হয়নি। সেটা প্রেসিডেন্টের ওপর ছাড়া হয়েছে। নাম সুপারিশ করার জন্য। কিন্তু তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠিত হবে। আমার ধারনা ২-৩ দিনের মধ্যেই জানতে পারব।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন