দীর্ঘ তিন মাস প্রবেশের ওপর নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবন খুলে দেওয়া হয়েছে। কাঁকড়া, মাছ ও মধু আহরণে সুন্দরবনে যাবেন জেলে, বাওয়ালি ও মৌয়ালরা। পর্যটকদের জন্যও উন্মুক্ত হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। তবে নতুন মৌসুমের শুরুতে বনজীবীরা জলদস্যুদের তৎপরতায় আতঙ্কে আছে। 

প্রজনন মৌসুমে জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এ সময় কাঁকড়া, মাছ ও মৌমাছির প্রজনন নির্বিঘ্ন করতে জেলেদের বনে প্রবেশ বন্ধ রাখা হয়। 

আরো পড়ুন:

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৫ জেলে আটক

মৌমাছি বাঁচাতে হিমসিম খাচ্ছে নড়াইলের মৌ চাষিরা

নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন কর্মহীন থাকা বননির্ভর পরিবারগুলো এখন নতুন করে জীবিকার স্বপ্ন দেখছেন। জীবিকার টানে তিন মাস অপেক্ষার পর তারা আবার বনবিভাগের থেকে পাস নিয়ে বনে প্রবেশের প্রস্তুতি নিয়েছেন।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ এলাকার জেলে শফিকুল ইসলাম বলেন, ‘‘তিন মাস পাস বন্ধ থাকায় বৌ-বাচ্চা নিয়ে কষ্টে দিন কাটিয়েছি। বাচ্চাদের স্কুলের বেতনও দিতে পারিনি। সরকারের কাছে আমাদের দাবি, তিন মাসের বদলে যদি এক মাস বনের প্রবেশ বন্ধ রাখা হয়, তাহলে আমরা একটু হলেও স্বচ্ছলভাবে বাঁচতে পারব।’’

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার জেলে রহিম মোল্লা বলেন, ‘‘বিকল্প আয়ের পথ না থাকায় বন বন্ধ থাকাকালীন বিপদে পড়ি। তবে নতুন করে বনে প্রবেশের অনুমতি পেয়ে স্বস্তি ফিরে এলেও জলদস্যু আতঙ্কে আছি।’’ 

সম্প্রতি এ অঞ্চলে জলদস্যুদের তৎপরতা বেড়েছে বলে জানান তিনি। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘‘জেলে-বাওয়ালি ও পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোস্টগার্ড, নৌপুলিশ ও বন বিভাগের যৌথ টহল চলবে। সবাইকে নিয়ম মেনে পাস সংগ্রহ করে বনে প্রবেশ করতে হবে।’’ 

তিনি আরো জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনে এরই মধ্যে ২ হাজার ৯৭০টি পাস পারমিট নবায়ন করা হয়েছে। নবায়নকৃতরা সরকারি রাজস্ব পরিশোধের মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। বন বিভাগের নিয়ম অনুযায়ী কাঁকড়া আহরণের জন্য প্রতিটি বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) তে সর্বোচ্চ ৩ জন, মাছ আহরণের জন্য সর্বোচ্চ ৫ জন এবং মধু আহরণের জন্য প্রতিটি বিএলসিতে সর্বোচ্চ ৭ জন বনে প্রবেশ করতে পারবেন। তবে প্রতিটি বিএলসিতে যে কয়জন বনে প্রবেশ করবেন, তাদের প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র বন বিভাগের কাছে জমা দিতে হবে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও বন খোলার খবরে স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, তিন মাস পর্যটক না আসায় ব্যবসা বন্ধের উপক্রম হয়। সরকারি সহায়তা না থাকায় তাদের পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়তে হয়েছে। 

স্থানীয়রা মনে করছেন, সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা ও যথাযথ তদারকি নিশ্চিত করা গেলে একদিকে যেমন জেলে-বাওয়ালি-মৌয়ালরা নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারবেন, অন্যদিকে সুন্দরবনের পর্যটন খাত আরো সমৃদ্ধ হবে। 

ঢাকা/শাহীন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ন দরবন স ন দরবন জলদস য প রব শ র জন য ব যবস

এছাড়াও পড়ুন:

পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।

উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।

পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার
  • সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, কন্টেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড
  • অপহৃত হওয়া জেলেরা কি ফিরবেন না পরিবারের কাছে
  • পুলিশের তৎপরতায় দুটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ‘ছুটে গিয়ে দেখি, একটি হরিণ ঝুলছে শিকারির ফাঁদে’
  • ফতুল্লার ৫ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনে তৎপরতা
  • সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী