ঠাকুরগাঁও ব্যাংকার্স ক্লাবের দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মোহাম্মদ প্রশান্ত সামিরকে সভাপতি ও মো. জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো. তৌহিদুল ইসলাম তৌহিদকে। এছাড়া মো. আনোয়ার হোসেন মুন্না, মোস্তাফিজুর রহমান সজল, মো. আবদুল মালেক, শামিমা সুলতানা গণি ও মো.

মহিবুর রহমানকে সহ-সভাপতি করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আবদুস সবুর রানা, আবদুস সবুর কাবুল ও এএইচএম তানজীর এলাহী নিপুকে।

রাজধানীর আদাবরে অবস্থিত ইউএসডিও অডিটোরিয়ামে উৎসবমুখর এক আয়োজনে গত শনিবার বিকেলে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মো. শহীদুজ্জামান, সাবেক সিনিয়র ব্যাংকার জিয়াউল বারী মানিক, মো. আবু তাহের, বিডিবি পিএলসির পরিচালক চয়নূল হক, পদ্মা ব্যাংক পিএলসির পরিচালক ও বাংলাদেশ ব্যাংকিং ল-সংষ্কার কমিশনের সদস্য ব্যারিস্টার রোকনুজ্জামান ও ঢাকা পোস্টের সিনিয়র নিউজ এডিটর মাহাবুর আলম সোহাগ প্রমুখ।

অতিথিরা ঠাকুরগাঁওয়ের অর্থনৈতিক উন্নয়ন ও উদ্যোক্তাদের সহায়তায় জেলার ব্যাংকারদের সক্রিয় ভূমিকা পালনে গুরুত্ব আরোপ করেন এবং এলাকার প্রান্তিকও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

এছাড়াও সাবেক ব্যাংকারগণ তাদের দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি নতুন ব্যাংকাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন। আলোচনা সভা শেষে পবে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক আলিফ, গোলাম মোস্তফা মাসুম অর্থ সম্পাদক, নুরে আলম জিকু সহ-অর্থ সম্পাদক, রফিকুল ইসলাম সাগর দপ্তর সম্পাদক, শরীফ আমানউল্লাহ প্রচার সম্পাদক, মো. রুহুল আমিন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, জাফর ইকবাল প্রিন্স বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, চয়ন কুমার সাহা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, নুসরাত জাহান সুমী মহিলা বিষয়ক সম্পাদক, ফারজানা আক্তার সমাজ কল্যাণ সম্পাদক ও মো. তানভীর আনজুম পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মীর আব্বাস, মো. মাহবুব জামান, জাকির হোসেন রাসেল, সাকিনা শবনম জাহান, মো. আব্দুল হামিদ, ও মো. আবু রায়হানকে (রনি) কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। তিনটি পদ শূন্য রয়েছে। পরবর্তীতে সাধারণ সদস্যদের মধ্য থেকে তাদের কোঅপ্ট করা হবে। ২০২২ সালে ঢাকায় কর্মরত ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার দেড় শতাধিক ব্যাংকার নিয়ে গঠিত হয়েছে ঠাকুরগাঁও ব্যাংকার্স ক্লাব।

ঢাকা/হিমেল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঠ ক রগ সদস য গঠন ক

এছাড়াও পড়ুন:

ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।

ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ