বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে উত্তাপ ছড়ানো শুরু হলো মঙ্গলবার থেকে। বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম যখন পরিচালনা পর্ষদের নির্বাচন করার ঘোষণা দিলেন তখনই আলোচনায় চলে এলো, দুই সাবেক অধিনায়ক এবার নির্বাচনের ময়দানে। শুধু তারা দুজন নয়, থাকতে পারেন আরেক সাবেক অধিনায়কও। 

তামিম ইকবাল গণমাধ্যমে নিশ্চিত করেছেন বোর্ডের পরিচালনা পর্ষদে নির্বাচন করবেন। দুটি ক্লাবে বিনোয়োগ করেছেন। যেকোনো একটি থেকে কাউন্সিলর নির্বাচিত হবেন। হতে পারে সেটি গুলশান ক্রিকেট ক্লাব। 

আরো পড়ুন:

এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলবে ভারত

এশিয়া কাপের প্রস্তুতি কতটা আদর্শ হচ্ছে বাংলাদেশের?

এর আগে নির্বাচন না করার ঘোষণা দিলেও আমিনুল সিদ্ধান্ত পাল্টেছেন। ‘‘ক্রিকেটে আরো কাজ বাকি’’- এজন্য বোর্ডে থাকার অনুভব করছেন তিনি। এখন সরকারের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে দেশের ক্রিকেটে। সামনে নির্বাচিত প্রতিনিধি হয়ে আসতে চান বোর্ডে।

আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্বাচন করার। তবে শোনা যাচ্ছে, তিনিও বিসিবির পরিচালক পর্ষদে আসতে ইচ্ছুক। সেজন্য ভেতরে ভেতরে প্রস্তুতিও সারছেন। 

বিসিবিতে প্রথমে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে ২৩ পরিচালক বোর্ডে আসবেন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। এই ২৫ বোর্ড পরিচালক নিজেরা ভোট দিয়ে নির্বাচন করবেন বিসিবির পরবর্তী সভাপতি। এখন পর্যন্ত যা খবর, সভাপতি পদে বসতেই ত্রয়ী নির্বাচনের ময়দানে নেমেছেন। 

তামিম এরই মধ্যে নিজেদের একটি প্যানেল তৈরি করে ফেলেছেন বলে খবর। আমিনুল এবার আঞ্চলিক ও জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। ঢাকা বিভাগ কিংবা ঢাকা জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরশিপ থেকে মনোনয়ন নেবেন। ৎ

প্রার্থী যে-ই হোক, নির্বাচন হচ্ছে, উত্তাপ ছড়াচ্ছে তাতে খুশি আমিনুল। তামিম ইকবাল দেশের ক্রিকেটে কাজ করতে আগ্রহ দেখিয়েছে তা বেশ ভালোভাবেই নিয়েছেন তিনি।এজন্য তাকে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন আমিনুল।

সিলেটে তিনি বলেছেন, ‘‘‘না, আমার সঙ্গে কোনো কথা হয়নি (তামিমের)। তবে আমি আশা করব.

..সবার প্রতি শ্রদ্ধা থাকবে। তাদের প্রতি সহযোগিতা থাকবে, দিন শেষে এখানে আমরা সবাই এসেছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করব।’’

আবারও সরকারের প্রতিনিধি হয়ে বোর্ডে আসার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে আমিনুল বলেছেন, ‘‘আমার সাথে এখনো এনএসসির কোনো আলোচনা হয়নি। আমি শুধু ওইটা (নির্বাচনের আগ্রহ) প্রকাশ করেছি যে সম্ভব হলে আমি নির্বাচন করব। এখন আমি জানি না কোথা থেকে করব বা কী করব।’’

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক উন স আম ন ল

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ