বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে উত্তাপ ছড়ানো শুরু হলো মঙ্গলবার থেকে। বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম যখন পরিচালনা পর্ষদের নির্বাচন করার ঘোষণা দিলেন তখনই আলোচনায় চলে এলো, দুই সাবেক অধিনায়ক এবার নির্বাচনের ময়দানে। শুধু তারা দুজন নয়, থাকতে পারেন আরেক সাবেক অধিনায়কও। 

তামিম ইকবাল গণমাধ্যমে নিশ্চিত করেছেন বোর্ডের পরিচালনা পর্ষদে নির্বাচন করবেন। দুটি ক্লাবে বিনোয়োগ করেছেন। যেকোনো একটি থেকে কাউন্সিলর নির্বাচিত হবেন। হতে পারে সেটি গুলশান ক্রিকেট ক্লাব। 

আরো পড়ুন:

এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলবে ভারত

এশিয়া কাপের প্রস্তুতি কতটা আদর্শ হচ্ছে বাংলাদেশের?

এর আগে নির্বাচন না করার ঘোষণা দিলেও আমিনুল সিদ্ধান্ত পাল্টেছেন। ‘‘ক্রিকেটে আরো কাজ বাকি’’- এজন্য বোর্ডে থাকার অনুভব করছেন তিনি। এখন সরকারের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে দেশের ক্রিকেটে। সামনে নির্বাচিত প্রতিনিধি হয়ে আসতে চান বোর্ডে।

আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্বাচন করার। তবে শোনা যাচ্ছে, তিনিও বিসিবির পরিচালক পর্ষদে আসতে ইচ্ছুক। সেজন্য ভেতরে ভেতরে প্রস্তুতিও সারছেন। 

বিসিবিতে প্রথমে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে ২৩ পরিচালক বোর্ডে আসবেন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। এই ২৫ বোর্ড পরিচালক নিজেরা ভোট দিয়ে নির্বাচন করবেন বিসিবির পরবর্তী সভাপতি। এখন পর্যন্ত যা খবর, সভাপতি পদে বসতেই ত্রয়ী নির্বাচনের ময়দানে নেমেছেন। 

তামিম এরই মধ্যে নিজেদের একটি প্যানেল তৈরি করে ফেলেছেন বলে খবর। আমিনুল এবার আঞ্চলিক ও জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। ঢাকা বিভাগ কিংবা ঢাকা জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরশিপ থেকে মনোনয়ন নেবেন। ৎ

প্রার্থী যে-ই হোক, নির্বাচন হচ্ছে, উত্তাপ ছড়াচ্ছে তাতে খুশি আমিনুল। তামিম ইকবাল দেশের ক্রিকেটে কাজ করতে আগ্রহ দেখিয়েছে তা বেশ ভালোভাবেই নিয়েছেন তিনি।এজন্য তাকে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন আমিনুল।

সিলেটে তিনি বলেছেন, ‘‘‘না, আমার সঙ্গে কোনো কথা হয়নি (তামিমের)। তবে আমি আশা করব.

..সবার প্রতি শ্রদ্ধা থাকবে। তাদের প্রতি সহযোগিতা থাকবে, দিন শেষে এখানে আমরা সবাই এসেছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করব।’’

আবারও সরকারের প্রতিনিধি হয়ে বোর্ডে আসার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে আমিনুল বলেছেন, ‘‘আমার সাথে এখনো এনএসসির কোনো আলোচনা হয়নি। আমি শুধু ওইটা (নির্বাচনের আগ্রহ) প্রকাশ করেছি যে সম্ভব হলে আমি নির্বাচন করব। এখন আমি জানি না কোথা থেকে করব বা কী করব।’’

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক উন স আম ন ল

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ