দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী
Published: 3rd, September 2025 GMT
নরসিংদীর শিবপুরে দ্বিতীয় বিয়ে করায় মো. হাসান মোল্লা (২৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে।
উপজেলার মুনসেফেরচর এলাকায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
আরো পড়ুন:
বুড়িগঙ্গায় পাওয়া সেই ৪ মরদেহের দাফন সম্পন্ন
‘বোরকা পরে খাটের নিচে লুকিয়ে ডা.
আহত হাসান মোল্লা শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর পশ্চিম পাড়ার শফিজ উদ্দিন মোল্লার ছেলে।
এলাকাবাসী জানান, হাসান মোল্লা ট্রাক ড্রাইভার। গাড়ির ডিউটি শেষে মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন তিনি। এসময় স্ত্রী তানিয়া আক্তার তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। হাসান মোল্লার চিৎকারে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এলাকাবাসী অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় সোপর্দ করেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন বলেন, “দ্বিতীয় বিয়ে করা, প্রথম স্ত্রীর ভরণপোষণ এবং তার সঙ্গে ঘর সংসার না করার কারণে ক্ষুব্ধ হয়ে হাসান মোল্লার সঙ্গে এই কাজ করেছেন বলে জানান তার স্ত্রী। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মোস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ