অপপ্রচারের অভিযোগে ‘বাঁশেরকেল্লা’র বিরুদ্ধে জিডি
Published: 3rd, September 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত র্যালির ভিডিওতে বিকৃতভাবে ‘এই মুহূর্তে দরকার, আওয়ামী লীগ সরকার’ স্লোগান বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে দুটি ফেসবুক আইডির নামে ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আইডি দুটি হলো- ‘Makes meme for sad people’ এবং ‘Basherkella বাঁশেরকেল্লা’।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব ও ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.
জিডি সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সোমবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের নেতৃত্বে পৌর এলাকায় একটি র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিতে ‘এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার’ স্লোগান দেওয়া হয়েছিল। পরবর্তীতে ‘Makes meme for sad people’ এবং ‘Basherkella বাঁশেরকেল্লা’ নামক দুটি ফেসবুক আইডি থেকে র্যালির ভিডিওতে বিকৃতভাবে সংগঠন পরিপন্থী স্লোগান বসিয়ে আপলোড করা হয়।
অভিযোগে বলা হয়েছে, ভিডিওতে মূল স্লোগানটি বিকৃত করে ‘এই মুহূর্তে দরকার আওয়ামী লীগ সরকার’ স্লোগান হিসেবে প্রচার করা হয়েছে। এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের ফলে দল ও দলের নেতাকর্মীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
বিএনপি নেতা মো. সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, “ভবিষ্যতে এই আইডিগুলো থেকে আরো মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হতে পারে। তাই সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।”
এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, “জিডির বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছি।”
ঢাকা/অমরেশ/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫