চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর স্থানীয় হামালাকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। এর মধ্যে ৩ জন এজাহারভুক্ত ও ৫ জন তদন্তপ্রাপ্ত আসামি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় তথ্যটি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন।

তিনি বলেন, “শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় ৮ জনকে গতকাল (২ সেপ্টেম্বর) রাত থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জন এজাহারভুক্ত ও ৫ জন তদন্তপ্রাপ্ত আসামি।”

এজাহারভুক্ত আসামিরা হলো- মো.

ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২) ও রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)। 

তদন্তপ্রাপ্ত আসারা হলো- মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

এর আগে, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গতকাল (২ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী মডেল থানায় ৯৫ জনের নামোল্লেখ ও প্রায় ১০০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে ১৩০টি দেশীয় অস্ত্র চুরি হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে কর্তৃপক্ষ।

ঢাকা/মিজানুর/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ক ষ র থ দ র উপর র ঘটন য় ত আস ম

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ