গত ৩১ আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষা পরিষদের অনুষ্ঠিত জরুরি সভাকে ঘিরে নাটকীয় পরিস্থিতি পাশাপাশি সিদ্ধান্ত নিয়ে তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে। 

সভায় গৃহীত তিনটি পৃথক ডিগ্রি (বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম), বিএসসি ইন অ্যানিম্যাল হাজবেন্ড্রি ) চালুর সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছে সভায় উপস্থিত প্রায় ২০ শতাংশ শিক্ষক। 

আরো পড়ুন:

কুবিতে বানরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ১২

ঢাবি ছাত্রীকে ধর্ষণের হুমকি নারীর স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে: সাদা দল

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ভেটেরিনারি অনুষদের ৫৬ জন শিক্ষক জাতীয় স্বার্থবিরোধী আখ্যায়িত করে সভায় গৃহীত ৪ ও ৫ নম্বর সিদ্ধান্তের বিপক্ষে সম্পুর্ণ দ্বিমত পোষণ করে আনুষ্ঠানিকভাবে নোট অব ডিসেন্ট দাখিল করেছে। 

গত ২ সেপ্টেম্বর ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড.

বাহানুর রহমান স্বাক্ষরিত ৫৬ শিক্ষকের ওই নোট অব ডিসেন্ট গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হেলাল উদ্দীন । 

জানা যায়, ৪ নম্বর সিদ্ধান্তে কম্বাইন্ড ডিগ্রিতে ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয় ও ৫ নম্বর সিদ্ধান্তে ভেটেরিনারি অনুষদের ডিভিএম ডিগ্রিতে ৫০ জন ও পশুপালন অনুষদে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। 

সূত্র জানায়, শিক্ষা পরিষদের সভায় কমিটির ছয়টি সুপারিশ সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে বলে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়। সভায় মোট ১৬ জন শিক্ষক বক্তব্য রাখেন, তাদের মধ্যে ১১ জন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের বিশেষজ্ঞ ছিলেন না। অথচ বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, কম্বাইন্ড ডিগ্রির সমাধানে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি ১১টি অংশীজনের সঙ্গে ২১টি মতবিনিময় সভা করে। এর মধ্যে ৯টি অংশীজন একক কম্বাইন্ড ডিগ্রি চালুর পক্ষে মত দেয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামত উপেক্ষা করে কমিটি তিনটি পৃথক ডিগ্রির প্রস্তাব দেয়। 

ভেটেরিনারি অনুষদের শিক্ষকদের দাবি, এটি অংশীজনদের প্রত্যাশার সঙ্গে যায়নি। তারা স্পষ্ট জানিয়ে দেন, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় ভেটেরিনারি অনুষদের সব শিক্ষক কেবল একটি কম্বাইন্ড ডিগ্রি চালুর পক্ষেই একমত।

ঢাকা/লিখন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জন শ ক ষ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ