রাজশাহীতে প্রভাবশালীদের বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ
Published: 3rd, September 2025 GMT
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রভাবশালীদের বিরুদ্ধে জোর করে পুকুর দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক আসলাম আলী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের বর্ণালী মোড় এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করা হয়। কৃষক আসলাম আলীর বাড়ি দুর্গাপুর উপজেলার হরিপুর গ্রামে।
লিখিত বক্তব্যে আসলাম আলী বলেন, ‘‘দুর্গাপুরের কালিদহ মৌজায় বৈধ লিজ ও সাব-লিজের মাধ্যমে দীর্ঘ দিন ধরে আমি ৩৮ বিঘা জমির একটি পুকুরে মাছ চাষ করে আসছি। সম্প্রতি হাফিজুর রহমান নামের এক ব্যক্তি জাল দলিল তৈরি করে সহযোগীদের সঙ্গে নিয়ে ওই পুকুর দখলের চেষ্টা চালাচ্ছেন। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’’
আসলাম আলী অভিযোগ করেন, ‘‘ইতোমধ্যে আমার পুকুরের পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুকুরপাড়ের কলাগাছ কেটে ফেলা হয়েছে। মাছ লুটেরও চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আমি দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দাখিল করেছি।’’
তিনি দাবি করেন, ‘‘হাফিজুর রহমানের সঙ্গে প্রভাবশালী কয়েকজন যুক্ত রয়েছেন।’’ সংবাদ সম্মেলন থেকে আসলাম আলী পুকুর রক্ষায় পুলিশ-প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অভিযোগের ব্যাপারে হাফিজুর রহমান বলেন, ‘‘কাগজপত্র না থাকলে গায়ের জোরে কোনো কিছু করা যায় ভাই? এই পুকুরের মূল মালিক নাজমুল ইসলামের সঙ্গে আমার চুক্তি করা আছে। আসলামও দাবি করছেন, নাজমুলের সঙ্গে তিনিও চুক্তি করেছেন। এটা নিয়ে দুই দিন থানায় বসা হয়েছে। ওসি সাহেব সমাধান দিতে পারেননি। সমাধান কীভাবে হবে জানি না।’’
ঢাকা/কেয়া/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট