রাজশাহীতে প্রভাবশালীদের বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ
Published: 3rd, September 2025 GMT
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রভাবশালীদের বিরুদ্ধে জোর করে পুকুর দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক আসলাম আলী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের বর্ণালী মোড় এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করা হয়। কৃষক আসলাম আলীর বাড়ি দুর্গাপুর উপজেলার হরিপুর গ্রামে।
লিখিত বক্তব্যে আসলাম আলী বলেন, ‘‘দুর্গাপুরের কালিদহ মৌজায় বৈধ লিজ ও সাব-লিজের মাধ্যমে দীর্ঘ দিন ধরে আমি ৩৮ বিঘা জমির একটি পুকুরে মাছ চাষ করে আসছি। সম্প্রতি হাফিজুর রহমান নামের এক ব্যক্তি জাল দলিল তৈরি করে সহযোগীদের সঙ্গে নিয়ে ওই পুকুর দখলের চেষ্টা চালাচ্ছেন। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’’
আসলাম আলী অভিযোগ করেন, ‘‘ইতোমধ্যে আমার পুকুরের পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুকুরপাড়ের কলাগাছ কেটে ফেলা হয়েছে। মাছ লুটেরও চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আমি দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দাখিল করেছি।’’
তিনি দাবি করেন, ‘‘হাফিজুর রহমানের সঙ্গে প্রভাবশালী কয়েকজন যুক্ত রয়েছেন।’’ সংবাদ সম্মেলন থেকে আসলাম আলী পুকুর রক্ষায় পুলিশ-প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অভিযোগের ব্যাপারে হাফিজুর রহমান বলেন, ‘‘কাগজপত্র না থাকলে গায়ের জোরে কোনো কিছু করা যায় ভাই? এই পুকুরের মূল মালিক নাজমুল ইসলামের সঙ্গে আমার চুক্তি করা আছে। আসলামও দাবি করছেন, নাজমুলের সঙ্গে তিনিও চুক্তি করেছেন। এটা নিয়ে দুই দিন থানায় বসা হয়েছে। ওসি সাহেব সমাধান দিতে পারেননি। সমাধান কীভাবে হবে জানি না।’’
ঢাকা/কেয়া/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫