বিভিন্ন দাবিতে ববি শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ
Published: 3rd, September 2025 GMT
ইউজিসির সাড়া না মেলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি, পরিবহন সংকট নিরসনের দাবিতে ফের মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ববির মূল ফটক সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এতে মহাসড়কে জনদুর্ভোগ দেখা দেয়।
আরো পড়ুন:
সোনাপুরের যানজটে নোবিপ্রবি শিক্ষার্থীদের দৈনিক ২৫০০ ঘণ্টা অপচয়
স্থানীয়দের হামলা: ৪ দিনেও চবি শিক্ষার্থী সায়েমের জ্ঞান ফেরেনি
এর আগে, প্রায় ১ মাস ধরে চলা আন্দোলনের মধ্যে গত ৩১ আগস্ট সংবাদ সম্মেলন করে ইউজিসির যোগাযোগের আহ্বান জানিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “টানা আন্দোলনেও ইউজিসির টনক নড়েনি। যা খুব হতাশার বিষয়। তাই যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিনই আন্দোলন চলবে।”
শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, “১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ-সংকট কাটেনি। এই কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে। আবাসন, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকটও প্রকট। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষার্থীরা। যার পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য আন্দোলন করছি।”
তিনি বলেন, “আমরা দেখেছি অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার কোটি টাকা বাজেট দেয়। কিন্তু ববির জন্য নামে মাত্র বাজেট পাশ করে, যা আমাদের জন্য লজ্জার। আমরা চাই অতিদ্রুত বাজেট বৈষম্য দূর করে আমাদের দাবি মেনে নেওয়া হোক।”
ববি শাখা শিবিরের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা না হওয়ার পেছনে প্রশাসনের দুর্বলতা এবং জুলাই বিপ্লবকে ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, যা দুঃখজনক।
নগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/পলাশ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন