পুতিনকে ‘যথাসাধ্য সহায়তা’র প্রতিশ্রুতি উনের
Published: 3rd, September 2025 GMT
চীনের বৃহত্তম সামরিক কুচকাওয়াজের ফাঁকে বেইজিংয়ে এক দীর্ঘ বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে কিম মস্কোকে ‘যথাসাধ্য সহায়তা’ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্রেমলিন কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখানো হয়েছে, দোভাষীদের মাধ্যমে উনকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শি জিনপিংয়ের অতিথি হিসেবে চীনের রাজধানীতে রয়েছেন পুতিন ও উন।
বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে শি জিনপিং,পুতিন ও উন তিয়ানানমেন স্কোয়ারে লাল গালিচায় পাশাপাশি হেঁটে কথা বলেন। ধারণা করা হচ্ছে যে এটিই প্রথমবারের মতো তিন নেতা একই জায়গায় একসাথে ছিলেন।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা দ্বিপাক্ষিক বৈঠকে কিম পুতিনকে ‘শিগগিরই দেখা হবে’ এবং তাকে জড়িয়ে ধরে বিদায় জানান।
জবাবে পুতিন বলেন, “আমরা আপনার জন্য অপেক্ষা করছি, আমাদের সাথে দেখা করতে আসুন।”
২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে উত্তর কোরিয়া রাশিয়ার গুরুত্বপূর্ণ সমর্থক হয়ে উঠেছে। পিয়ংইয়ং যুদ্ধের জন্য রাশিয়ায় আর্টিলারি শেল এবং ক্ষেপণাস্ত্রসহ অস্ত্র পাঠিয়েছে। এছাড়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধের জন্য হাজার হাজার সেনা পাঠিয়েছে।
রাশিয়া এবং উত্তর কোরিয়া গত বছর একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, কোনো দেশ রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার ওপর আক্রমণ চালালে দুই দেশ একে অপরকে ‘সামরিক এবং অন্যান্য সহায়তা’ প্রদান করতে বাধ্য থাকবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ