চীনের বৃহত্তম সামরিক কুচকাওয়াজের ফাঁকে বেইজিংয়ে এক দীর্ঘ বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে কিম মস্কোকে ‘যথাসাধ্য সহায়তা’ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্রেমলিন কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখানো হয়েছে, দোভাষীদের মাধ্যমে উনকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শি জিনপিংয়ের অতিথি হিসেবে চীনের রাজধানীতে রয়েছেন পুতিন ও উন।

বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে শি জিনপিং,পুতিন ও উন তিয়ানানমেন স্কোয়ারে লাল গালিচায় পাশাপাশি হেঁটে কথা বলেন। ধারণা করা হচ্ছে যে এটিই প্রথমবারের মতো তিন নেতা একই জায়গায় একসাথে ছিলেন।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা দ্বিপাক্ষিক বৈঠকে কিম পুতিনকে ‘শিগগিরই দেখা হবে’ এবং তাকে জড়িয়ে ধরে বিদায় জানান।

জবাবে পুতিন বলেন, “আমরা আপনার জন্য অপেক্ষা করছি, আমাদের সাথে দেখা করতে আসুন।”

২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে উত্তর কোরিয়া রাশিয়ার গুরুত্বপূর্ণ সমর্থক হয়ে উঠেছে। পিয়ংইয়ং যুদ্ধের জন্য রাশিয়ায় আর্টিলারি শেল এবং ক্ষেপণাস্ত্রসহ অস্ত্র পাঠিয়েছে। এছাড়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধের জন্য হাজার হাজার সেনা পাঠিয়েছে।

রাশিয়া এবং উত্তর কোরিয়া গত বছর একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, কোনো দেশ রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার ওপর আক্রমণ চালালে দুই দেশ একে অপরকে ‘সামরিক এবং অন্যান্য সহায়তা’ প্রদান করতে বাধ্য থাকবে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ