‘বাংলাদেশ থেকে নেদারল্যান্ডস ফিরবো এরপর পৃথিবীর ভিন্ন প্রান্তে চ
Published: 3rd, September 2025 GMT
পল ভ্যান মিকেরেনের গল্পটা মোটামুটি সবারই জানা। পিজ্জা ডেলিভারী বয় হিসেবে কাজ করতেন। কিন্তু খেলার প্রতি তার ভালোবাসা এবং কঠোর পরিশ্রম তাকে পরবর্তীতে নেদারল্যান্ডস জাতীয় দলের সদস্য করে তোলে।
শুধু কি মিকেরেন? নেদারল্যান্ডস জাতীয় দলের একাধিক ক্রিকেটার আছেন যারা এখনও সপ্তাহজুড়ে ৯-৫টা কাজ করেন ভিন্ন পেশায়। উইকেন্ডে ক্রিকেটটায় মনোযোগ দেন। অধিনায়ক স্কট এডওয়ার্ডস অস্ট্রেলিয়াতে ক্রিকেট কোচিংয়ের ভূমিকায় কাজ করছেন। ব্যাটসম্যান তেজা নিডামানুরু ও সাইব্র্যান্ড এনগ্লেরবেচ করেন করপোরেট জব। আরো আছে।
আরো পড়ুন:
বিসিবি নির্বাচনে আগ্রহ নান্নুরও
কিভাবে হবে বিসিবি নির্বাচন?
জাতীয় দলের খেলা থাকলে ছুটি নিয়ে ব্যাট-বল নিয়ে নেমে পড়েন তারা। বাংলাদেশে সফরের আগে ঠিক তেমনই কাজ করেছেন। তিন ম্যাচের সিরিজের শেষটা বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। আগামীকাল সকালে সিলেট থেকে ঢাকা উড়াল দেবেন তারা। এরপর ধরবেন দেশের বিমান।
প্রায় ৩৬ ঘণ্টা সফরের পর নিজ দেশে পৌঁছবেন এডওয়ার্সরা। এরপর কী করবেন? আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত তাদের কোনো খেলার সূচি নেই। এ সময়টায় সবাই যার যার মতো করেই কাটাবেন। অধিনায়ক এডওয়ার্স সেই কথাই বললেন সিলেটে।
‘‘আমরা অবশ্যই কিছুদিনের জন্য নেদারল্যান্ডসে ফিরে যাব, এবং তারপর ছেলেরা সবাই বিশ্বের বিভিন্ন স্থানে চলে যাবে। নতুন বছরে আমরা আবার একত্রিত হব।"
২-০ ব্যবধানে পিছিয়ে থেকে গতকাল শেষ ম্যাচে ভালো কিছু করার তীব্র চেষ্টা করেছিল নেদারল্যান্ডস। বিশেষ করে বোলিংয়ে ভালো করে বাংলাদেশকে অল্পরানে আটকে রাখার চেষ্টা করছিল তারা। কিন্তু বেরসিক বৃষ্টি সব পণ্ড করে দেয়। তাতে হৃদয় আহত হয়েছে ডাচ অধিনায়কের,
‘‘বৃষ্টি আসলে, ব্যাট হাতে আমাদের সামর্থ্য দেখানোর সুযোগ দেয়নি। একটা সুযোগ হাতছাড়া হলো। আজ ব্যাটিংয়ে যদি ভালো করতে পারতাম তাহলে শেষটা ভালো হওয়ার সুযোগ ছিল। কিন্তু তা হয়নি।’’
‘‘লিটন দাস শুরুতেই আমাদের থেকে ম্যাচটা দূরে নিয়ে যাচ্ছিল। তার শুরুটা দুর্দান্ত ছিল। কিন্তু আমাদের বোলাররা পরবর্তীতে ফিরে আসে। এটা তাদের কৃতিত্ব। সত্যিই ভালো বোলিং করেছে এবং প্রথম পাঁচ ওভারের পর তাদের (ব্যাটসম্যানদের) আটকে রেখেছে। ছেলেরা যেভাবে বোলিং করেছে তাতে আমি গর্বিত।’’
ভারত ও শ্রীলঙ্কায় বসবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি ও মার্চে বসবে এই আসর। বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে বলে বিশ্বাস করেন এডওয়ার্স।
‘‘আগামী বছর বিশ্বকাপের আগে এই কন্ডিশনের সাথে অভ্যস্ত হওয়ার জন্য এটি আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ ছিল। আমরা এখান থেকে অনেক কিছু নেব, এবং বিশ্বকাপ আসার আগে আমাদের কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে।’’
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প এডওয় র আম দ র ক জ কর
এছাড়াও পড়ুন:
ভাড়া বাসায় একা থাকতেন বৃদ্ধা, তার অর্ধগলিত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ কবরস্থান পাড়ায় বাসা থেকে গুলশান আরা চমন (৬৫) নামে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি ঝিনাইদহের শৈলকুপার উপজেলার দামুদহ গ্রামের মৃত আবুক কাশেমের স্ত্রী।
আজ সোমবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার
গাজীপুরে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, নদীতে মিলল লাশ
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শয়ন কক্ষের মেঝে থেকে গুলশান আরা চমনের লাশ উদ্ধার করা হয়। ঘরের ভেতর থেকে দরজা লাগনো ছিল। চমন হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বাড়ির মালিকের স্ত্রী রেহেনা খাতুন বলেন, ‘‘দীর্ঘ সাত বছর বাসা ভাড়া নিয়ে চমন একাই বসবাস করছিলেন। তিন মাস আগে তিনি স্ট্রোক করলে তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে পরামর্শ দেওয়া, ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে। যেন প্রয়োজনে সাহায্য করতে যায়। কিন্তু উনি দরজা দিয়ে ঘুমাতেন।’’
বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তিনি পুলিশে খবর দেন।
গুলশান আরা চমনের ছোট বোন খুশি বলেন, ‘‘গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চমনকে সঙ্গে নিয়ে বাজার করে তাকে বাড়ি রেখে যাই। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।’’
ঢাকা/মামুন/বকুল