অদ্ভুত এক মায়া তার কণ্ঠে, সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাকিব
Published: 4th, September 2025 GMT
বাংলা গানের আকাশের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিন। গত পাঁচ দশকের বেশি সময় ধরে অসংখ্য আধুনিক গান, বিশেষ করে চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেছেন তিনি। তার গাওয়া অসংখ্য কালজয়ী গান এখনো প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে দোলা দিয়ে যায়। আজ এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর জন্মদিন।
দিনটিকে ঘিরে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছেন সাবিনা ইয়াসমিনকে। দেশের শীর্ষ নায়ক শাকিব খানও সামাজিক মাধ্যমে বরেণ্য শিল্পীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।
আরো পড়ুন:
গত ১১ বছর নিয়ে যা লিখলেন শাকিব খান
প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে: শাকিব খান
চিত্রনায়ক শাকিব লেখেন, “অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে, যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরোনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে, কিংবা আমাদের জীবনের অনুরণনে তবু হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন।”
সাবিনা ইয়াসমিনের গানের সময়োপযোগিতা ব্যাখ্যা করে শাকিব খান লেখেন, “প্রজন্ম বদলেছে। সময় বদলেছে। প্রযুক্তি এনেছে নতুন যুগ। কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া গানও আজ শোনার সময় মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।”
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লেখেন, “গানের এই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন—এই প্রার্থনাই করি।”
এদিকে, সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান তারকার মেলা। এছাড়া তার জীবন, কর্ম ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটি আজ (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে প্রচার হয়।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫