খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খুবির ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী এ পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।

এতে শিক্ষার্থীরা ব্যবহৃত প্লাস্টিক বোতল ফেরত দিয়ে বিভিন্ন ধরনের গাছের চারা গ্রহণ করেন। এ সময় বিভিন্ন ধরনের ঔষধি, ফুল ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

মো. রেজাউল করিম।

তিনি বলেন, “ব্যবহৃত প্লাস্টিকের অপরিকল্পিত ব্যবহার পরিবেশের ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে। গাছের চারা বিতরণের মাধ্যমে প্লাস্টিক দূষণ কমিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে, যা একান্তই প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করি, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরো বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করছে। এসব উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠানেও প্রাতিষ্ঠানিক রূপ পেলে সবুজায়ন ও টেকসই উন্নয়ন সম্ভব হবে।”

এক শিক্ষার্থী গাছের চারা গ্রহণের পর বলেন, “আমি গত ১ বছর ধরে প্লাস্টিক বোতল সংগ্রহ করছিলাম। আজ ১৫০টি প্লাস্টিক বোতলের বিনিময়ে আমি একটি স্নেক প্ল্যান্ট ও ক্যাকটাস গাছ পেয়েছি। এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি অত্যন্ত খুশি।”

ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের সভাপতি মো. ইনসান আলী বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা। প্লাস্টিক দূষণ কমিয়ে গাছ লাগানো, এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরো সবুজ ও সুস্থ রাখতে সাহায্য করবে।”

তিনি বলেন, “এটা তৃতীয়বারের মতো গিভ অ্যান্ড টেক সেশন অনুষ্ঠিত হলো। আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের উদ্যোগ চলতে থাকবে।”

ঢাকা/হাসিব/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ব শ র পর ব উদ য গ ধরন র ব তরণ

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ