Risingbd:
2025-11-02@06:34:54 GMT

জর্জিও আরমানি মারা গেছেন

Published: 5th, September 2025 GMT

জর্জিও আরমানি মারা গেছেন

ইতালীয় কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯১ বছর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান ‘আরমানি’ গ্রুপ।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আমাদের প্রতিষ্ঠাতা ও অক্লান্ত প্রেরণাদায়ী জর্জিও আরমানি আর নেই। গভীর শোকের সঙ্গে আমরা তার প্রয়াণের সংবাদ জানাচ্ছি।’’ 

আরো পড়ুন:

গত ১১ বছর নিয়ে যা লিখলেন শাকিব খান

আমি যা নই পর্দায় তাই হচ্ছি: তটিনী

বিবৃতিতে ‘আরমানি’ গ্রুপ আরও জানায়, মিলানে শনিবার (৬ সেপ্টেম্বর) ও রোববার (৭ সেপ্টেম্বর) শেষকৃত্য শেষে তাকে আরমানিকে সমাহিত করা হবে।

১৯৩৪ সালের ১১ জুলাই ইতালির পিয়াচেনজা অঞ্চলে জন্ম জর্জিও আরমানির। দুই ভাইবোনের মধ্যে তিনি বড় ছিলেন।  আরমানির ইচছা ছিলো চিকিৎসক হবেন, কিন্তু বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেন।  মাত্র দুই বছর চাকরি করার পর পদত্যাগ করেন।  ১৯৫৭ সালে মিলানের লা রিনাসেন্টে স্টোরে উইন্ডো ড্রেসার ও বিক্রয়কর্মী হিসেবে ফ্যাশন ক্যারিয়ার শুরু করেন। পরে আরমানি নিনো চেরুটিতে মেন্সওয়্যার ডিজাইনার হন। ২৪ জুলাই ১৯৭৫ সালে তার জীবন ও ব্যবসায়িক সঙ্গী আর্কিটেক্ট সার্জিও গ্যালিওটির সঙ্গে মিলিয়ে নিজস্ব রেডি-টু-ওয়্যার লেবেল প্রতিষ্ঠা করেন।

ফ্যাশন দুনিয়ায় ‘রে জর্জিও এবং ‘কিং জর্জিও’  নামেও পরিচিত ছিলেন। ক্রেতাদের মাঝে জনপ্রিয়তায় বছরে  ২.

৩ বিলিয়ন ইউরোর (২.৭ বিলিয়ন ডলার) বেশি আয় করে প্রতিষ্ঠানটি।
 
প্রসঙ্গত, কয়েক মাস বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ ছিলেন জর্জিও আরমানি। যে কারণে গত জুন মাসে মিলানে আয়োজিত ফ্যাশন সপ্তাহে তার দলের শোতে উপস্থিত থাকতে পারেননি খ্যাতিমান এ ফ্যাশন ডিজাইনার। 

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে কর্মকর্তা নিয়োগ, বেতন ৫১,০০০ টাকা

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ৩টি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. সহকারী ব্যবস্থাপক (সিস্টেম)
পদসংখ্যা: ০১
২. সহকারী ব্যবস্থাপক (সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন)
পদসংখ্যা: ০১

৩. সহকারী ব্যবস্থাপক (জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং)
পদসংখ্যা: ০১
বেতন-ভাতা (সব পদের জন্য): ৫১,০০০ টাকা।
বয়সসীমা (সব পদের জন্য): সর্বোচ্চ ৩২ বছর।

আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫

আবেদনের শেষ সময়

১৫ নভেম্বর ২০২৫

আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত পদগুলোর Terms of Reference (ToR) দেখার জন্য পিকেএসএফ ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ