নিখোঁজের তিনদিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) লাশ সুনামগঞ্জের নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।
আরো পড়ুন:
শিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১
ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
মাওলানা মুশতাক জেলার শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা এবং সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ফোনে স্ত্রী রুবি বেগমকে মাওলানা মুশতাক জানিয়েছিলেন এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল। বাড়িতে না ফেরায় স্বজনের বাড়িতে স্বামীর খোঁজ নেন রুবি বেগম।
বুধবার (৩ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রুবি বেগম। আজ শুক্রবার সকালে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকার নদীতে মাওলানা মুশতাকের ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করেছি। আমরা মরদেহ অর্ধগলিত অবস্থায় পেয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলা যাবে।”
ঢাকা/মনোয়ার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র ম শত ক উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস