ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়। 

এ দিকে গ্রেপ্তারকৃত হৃদয় পুলিশের কাছে নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, এরা অনেক বড় সিন্ডিকেট!  

হৃদয় (২৮) ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার শেখ আবুল কালামের ছেলে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, মুন্সিপাড়া এলাকার মাজাহারুলের ছেলে রিফাদ হাসান মাসুদ (২৪) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুবেদ আলীর ছেলে সজিব হোসেন সাজ্জাদ (২৭)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীপাড়া এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরের দিকে চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল ক্রেতা সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে দুপুরে গ্রেপ্তার করা হয় অপর আসামি মাসুদকে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজ বলেন, ‘‘গত দুদিনে ঠাকুরগাঁও ‘দেশ এক্সরে’র সামনে থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। প্রথমটি বাজাজ ডিসকোভার ১২৫, পরদিন একটি হিরো ইসপ্লেন্ডার চুরি হয়। সিসি ক্যামেরার মাধ্যমে আমরা দুই চোর মাসুদ ও হৃদয়কে ধরেছি। তাদের তথ্যের ভিত্তিতে আমরা চোরাই মোটরসাইকেল ক্রেতা সজিবসহ ইসপ্লেন্ডার উদ্ধার করেছি।’’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারওয়ার হোসেন বলেন, ‘‘এরা অনেক বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আমরা আরও কিছু তথ্য পেয়েছি। আশাকরি খুব দ্রুত তাদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।’’
 

ঢাকা/হিমেল//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ঠ ক রগ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ