ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, পরিচয় দিলেন ‘জুলাই
Published: 5th, September 2025 GMT
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
এ দিকে গ্রেপ্তারকৃত হৃদয় পুলিশের কাছে নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, এরা অনেক বড় সিন্ডিকেট!
হৃদয় (২৮) ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার শেখ আবুল কালামের ছেলে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, মুন্সিপাড়া এলাকার মাজাহারুলের ছেলে রিফাদ হাসান মাসুদ (২৪) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুবেদ আলীর ছেলে সজিব হোসেন সাজ্জাদ (২৭)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীপাড়া এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরের দিকে চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল ক্রেতা সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে দুপুরে গ্রেপ্তার করা হয় অপর আসামি মাসুদকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজ বলেন, ‘‘গত দুদিনে ঠাকুরগাঁও ‘দেশ এক্সরে’র সামনে থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। প্রথমটি বাজাজ ডিসকোভার ১২৫, পরদিন একটি হিরো ইসপ্লেন্ডার চুরি হয়। সিসি ক্যামেরার মাধ্যমে আমরা দুই চোর মাসুদ ও হৃদয়কে ধরেছি। তাদের তথ্যের ভিত্তিতে আমরা চোরাই মোটরসাইকেল ক্রেতা সজিবসহ ইসপ্লেন্ডার উদ্ধার করেছি।’’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারওয়ার হোসেন বলেন, ‘‘এরা অনেক বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আমরা আরও কিছু তথ্য পেয়েছি। আশাকরি খুব দ্রুত তাদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।’’
ঢাকা/হিমেল//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ঠ ক রগ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট