থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল
Published: 5th, September 2025 GMT
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আনুতিন চার্নভিরাকুল। শুক্রবার দেশটির পার্লামেন্ট ভোটে জয়লাভের পর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
এক সপ্তাহের বিশৃঙ্খলা ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে একসময়ের প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করেছেন আনুতিন।
রয়টার্স জানিয়েছে, বিরোধী দলের সিদ্ধান্তমূলক সমর্থনের মাধ্যমে, আনুতিন সহজেই প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় নিম্নকক্ষের অর্ধেকেরও বেশি ভোটের সীমা অতিক্রম করেন। এর মাধ্যমে তিনি থাইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সফল রাজনৈতিক দলকে পরাজিত করেছেন।
থাই রাজনীতিতে বহু বছরের অস্থিরতার মধ্যেও বুদ্ধিমান চুক্তিপ্রণেতা আনুতিন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে কাজ করেছেন। তিনি তার ভুমজাইথাই দলকে কৌশলগতভাবে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়া অভিজাতদের মধ্যে স্থাপন করেছেন এবং জোট সরকারের ধারাবাহিকতায় তাদের অবস্থান নিশ্চিত করেছেন।
প্রতিদ্বন্দ্বী চাইকাসেম নীতিসিরির পরাজয় ক্ষমতাসীন ফিউ থাই দলের জন্য অপমানজনক ছিল। কারণ এই দলটির নেতা ছিলেন প্রভাবশালী ধনকুবের থাকসিন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ড ছেড়ে দুবাই চলে গেছেন তিনি। থাকসিনের মেয়ে পেতংতার্ন ছিলেন এই পরিবার থেকে নির্বাচিত সর্বশেষ প্রধানমন্ত্রী। তবে সম্প্রতি একটি ফোনালাপের জেরে তাকে বরখাস্ত করেছে আদালত।
পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে আনুতিন শুরু থেকেই এগিয়ে ছিলেন। তিনি ৬৩ শতাংশ ভোট পেয়েছিলেন, যা চাইকাসেমের দ্বিগুণ ভোট ছিল।
চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকে আনুতিন বলেছেন, “আমি প্রতিদিন সর্বোচ্চ চেষ্টা করব, ছুটি নেই, কারণ খুব বেশি সময় নেই। আমাদের দ্রুত সমস্যা সমাধান করতে হবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত কর ছ কর ছ ন
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন