কখনো কাঁধে মাথা, কখনো হাতে হাত, সামান্থার প্রেম অন্তর্জালে সয়লাব
Published: 6th, September 2025 GMT
বিমানে পাশাপাশি সিটে সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু। হাস্যোজ্জ্বল মুখে এই নির্মাতার কাঁধে মাথা রেখে বসে আছেন সামান্থা। গত মে মাসে সামান্থা তার ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেন। তার একটিতে এমন দৃশ্য দেখা যায়; যা পরে অন্তর্জালে ছড়িয়ে পড়ে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সফরে যান রাজ-সামান্থা। দেশটির মিশিগান সিটিতে সামান্থার কাঁধে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।
কিছু দিন আগে দুবাই ট্যুরে যান সামান্থা-রাজ। কয়েক দিন আগে সামান্থা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, বিভিন্নভাবে সময় উপভোগ করছেন সামান্থা। একটি শটে দেখা যায়, কোনো পুরুষের হাত ধরে আছেন সামান্থা। ওই ব্যক্তির পরেন জিন্স, গায়ে জ্যাকেট। তাছাড়া কখনো রাজের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন, কখনো কোনো অনুষ্ঠানে একসঙ্গে হাজির হচ্ছেন সামান্থা। ফলে এ জুটির প্রেমের গুঞ্জনে সয়লাব অন্তর্জাল।
আরো পড়ুন:
ফের আইটেম কন্যা সামান্থা?
আলিয়া-দীপিকা-রাশমিকাকে টপকে শীর্ষে সামান্থা
নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন। তবে দীর্ঘদিন একা ছিলেন সামান্থা। গত বছরের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে।
টাইমস নাউ এক প্রতিবেদনে জানায়, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু। এ পরিচালক সামান্থাকে ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটিয়েছেন। সামান্থার অভিষেক ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’-এর নির্মাতা রাজ। এরপর ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেছেন তারা। মূলত, একসঙ্গে টানা কাজ করতে গিয়েই তাদের সম্পর্কের সূচনা।
২০১৫ সালে শ্যামলী ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ। ফলে খবর ছড়ায়, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। তবে রাজ-শ্যামলীর ঘনিষ্ঠজন এনডিটিভিকে বলেন, “২০২২ সালে বিবাহবিচ্ছেদ হয়েছে রাজ-শ্যামলীর।”
ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু চলতি বছরের শেষের দিকে তারা তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছেন।
সামান্থা-রাজের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমটিকে বলেন, “তারা পরস্পরের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তারা তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চান।”
রাজের ডিভোর্স প্রসঙ্গে সূত্রটি বলেন, “রাজ-শ্রামলী আনুষ্ঠানিকভাবে আলাদা হয়েছেন। আসলে, সামান্থা কখনো এমন কারো সঙ্গে সম্পর্কে জড়াতেন না, যেখানে আইনত ও মানসিকভাবে মুক্ত নন। রাজের বিচ্ছেদের পরই তার সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। প্রায় দুই বছর আগে রাজ-সামান্থার প্রেমের সূচনা।”
ফিল্ম ইন্ডাস্ট্রি ও অন্তর্জালে রাজ-সামান্থার প্রেম নিয়ে ফিসফাস চললেও মুখে কুলুপ এঁটেছেন এই চর্চিত যুগল।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়
ছবি: প্রথম আলো