দৃপ্ত ষাট- এ আধুনিক প্রকাশনাশিল্পের পথিকৃৎ কামরুল হাসান শায়ক
Published: 6th, September 2025 GMT
বাংলাদেশের আধুনিক প্রকাশনাশিল্পের পথিকৃৎ কামরুল হাসান শায়কের আজ (৬ সেপ্টম্বর) জন্মদিন। কামরুল হাসান শায়ক বাংলাদেশের প্রকাশনাশিল্পকে পেশাদারিত্বের পর্যায়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। বাংলাদেশের প্রকাশনাশিল্পকে তুলে ধরেছেন বিশ্বমঞ্চে। এক কথায় প্রকাশনাকে সমষ্টিগতভাবে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। বর্তমানে কামরুল হাসান শায়ক পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর নীলফামারী জেলার সৈয়দপুরে জন্ম হলেও তার আদি নিবাস চাঁদপুর। কামরুল হাসান শায়কের বাবা সিরাজুল হক ভূঁইয়া এবং মা সালমা বেগম। কামরুল হাসান শায়ক ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করেছেন। শৈশব থেকেই তিনি ছিলেন সৃষ্টিশীল আর স্বাপ্নিক।
আরো পড়ুন:
পুরুষোত্তম শ্রীকৃষ্ণ
খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী, নয়াপল্টনের কার্যালয়ে দোয়া মাহফিল
১৯৯৩ সাল থেকে শুরু হয় প্রকাশনা জগতে তার অভিযাত্রা।প্রযুক্তিনির্ভর আধুনিক সমৃদ্ধ প্রকাশনার প্রবর্তক হিসেবে তার প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স নেতৃত্ব দেয় বাংলাদেশের এ শিল্পকে।
ফ্রাঙ্কফুর্ট বইমেলা, লন্ডন বইমেলা থেকে শুরু করে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতিতে কামরুল হাসান শায়ক রেখেছেন অনন্য অবদান। আন্তর্জাতিক প্রকাশক সংস্থা IPA-তে বাংলাদেশের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করার ক্ষেত্রে ছিল তার একক গুরুত্বপূর্ণ ভূমিকা। এশিয়া প্যাসিফিক পাবলিশার্স অ্যাসোসিয়েশন (APPA)-এ দেশের উপস্থিতি স্থাপনেও তিনি রেখেছেন অমলিন অবদান।
নেতৃত্বের মাইলফলকসমূহ:
আন্তর্জাতিক পরিসরে তিনি এপিপিএ-র ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান।
বাংলাদেশ বই প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সহ-সভাপতি।
পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আরো আরো বহু সংগঠন সংস্থার তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।
শব্দশিল্পী শায়ক:
প্রকাশকের পাশাপাশি তিনি নিজেও একজন সৃজনশীল লেখক, কথাশিল্পী। শিশু-কিশোর সাহিত্য থেকে শুরু করে প্রকাশনা শিল্পের গাইডলাইন—সবখানেই তার কলম ছড়িয়েছে জ্ঞানের আলো। তার লেখা গ্রন্থের মধ্যে রয়েছে: জেমি ও জাদুর শিমগাছ (২০০৩), মৎস্যকুমারী ও এক আশ্চর্য নগরী (২০২০), মুদ্রণশৈলী: নান্দনিক প্রকাশনার নির্দেশিকা (২০১৮), পাণ্ডুলিপি প্রস্তুতকরণ, সম্পাদনা ও প্রুফরিডিং (২০১৯), পুস্তক উৎপাদন ব্যবস্থাপনা (২০২১) ইত্যাদি।
কামরুল হাসান শায়ক শুধু পেশাদার প্রকাশকই নন, বরং একজন সক্রিয় সমাজ সচেতন সংস্কৃতিবান মানুষ।বাংলা একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SAARC CCI)-এর আজীবন সদস্য তিনি। এছাড়া জাতিসংঘ সমিতি বাংলাদেশ (UNAB), প্রিন্টারস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশনেরও সদস্য তিনি।
ষাটতম শুভ জন্মদিনে পদার্পণের মুহূর্তে লেখক প্রকাশক কামরুল হাসান শায়ককে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র প রক ক প রক ব যবস
এছাড়াও পড়ুন:
যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।
বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।