লক্ষ্মীপুরে বাস খালে পড়ে ৫ জনের মৃত্যু
Published: 6th, September 2025 GMT
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের কারো নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে যান। তবে দুর্ঘটনার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছেনি ডুবুরি দল। এ কারণে পানির নিচে আর কেউ আটকে আছে কিনা, তা নিশ্চিত করা যায়নি।
এদিকে দেরিতে উদ্ধারকাজ শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণেই প্রাণহানি বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।
লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, “এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পেয়েছি। উদ্ধার অভিযান চলছে।”
ঢাকা/জাহাঙ্গীর/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর লক ষ ম প র দ র ঘটন উদ ধ র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫