জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে গাঁজা সেবনকালে হাতেনাতে তিন শিক্ষার্থীকে আটক করেছেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। আটকদের মধ্যে দুইজন জাবির ও একজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় প্রক্টরিয়াল টিমের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

আরো পড়ুন:

চবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করল বামপন্থিরা

বরিশালে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

আটক শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আবিদ এম নাফিদ ও নুসরাত জাহান বিনতু এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মেহেরুন নেসা।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, আসন্ন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে। এ সময় সুইমিংপুল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।

প্রক্টর অফিসে নেওয়ার পর আটক শিক্ষার্থীরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন জানান, তাদের এক বান্ধবী ঘুরতে এসেছিলেন এবং পরে তারা একসঙ্গে মাদক সেবনে অংশ নেন।

প্রক্টরিয়াল টিম জানিয়েছে, এ ধরনের অভিযানে আরো কঠোরতা আনা হবে। যাতে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, “আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুইমিংপুল এলাকায় অভিযান চালাই। সেখানে আমরা তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করি। প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীতে তাদের পকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়। তিনজনের কাছ থেকেই মুচলেকা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ