জাবিতে গাঁজা সেবনকালে বহিরাগতসহ ৩ শিক্ষার্থী আটক
Published: 6th, September 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে গাঁজা সেবনকালে হাতেনাতে তিন শিক্ষার্থীকে আটক করেছেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। আটকদের মধ্যে দুইজন জাবির ও একজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় প্রক্টরিয়াল টিমের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
আরো পড়ুন:
চবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করল বামপন্থিরা
বরিশালে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ
আটক শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আবিদ এম নাফিদ ও নুসরাত জাহান বিনতু এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মেহেরুন নেসা।
প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, আসন্ন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে। এ সময় সুইমিংপুল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।
প্রক্টর অফিসে নেওয়ার পর আটক শিক্ষার্থীরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন জানান, তাদের এক বান্ধবী ঘুরতে এসেছিলেন এবং পরে তারা একসঙ্গে মাদক সেবনে অংশ নেন।
প্রক্টরিয়াল টিম জানিয়েছে, এ ধরনের অভিযানে আরো কঠোরতা আনা হবে। যাতে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, “আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুইমিংপুল এলাকায় অভিযান চালাই। সেখানে আমরা তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করি। প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীতে তাদের পকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়। তিনজনের কাছ থেকেই মুচলেকা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন