জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, পিআর পদ্ধতিতেই নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তাহলে ডিসেম্বরে হলেও জামায়াত নির্বাচন করতে প্রস্তুত আছে। নীলফামারীর চারটি আসনেই আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। 

নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা কার্যালয়ে নীলফামারী সদর আসনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সহকারী সেক্রেটারী  অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন। 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘নির্বাচনী কাজে আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার মেসেজ দিতে হবে। আমাদের প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে আবেদন পেশ করতে হবে। এ ক্ষেত্রে আমাদের নির্বিঘ্নে ও সর্বাত্মকভাবে কাজ করতে হবে।’’ 

দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও নীলফামারী জেলা সাবেক আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী এক আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড.

খায়রুল আনাম, নীলফামারী দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী তিন আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

ঢাকা/সিথুন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আসন র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ