বান্দরবানে ব্যারাকের ছাদ থেকে লাফ দিয়ে কনস্টেবলের আত্মহত্যা
Published: 7th, September 2025 GMT
বান্দরবান পুলিশ লাইন্সের ব্যারাক ভবনের তিন তলার ছাদ থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানান, মারা যাওয়া রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
আরো পড়ুন:
নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চাচার শাবলের আঘাতে জামায়াত নেতার মৃত্যু, আটক ২
কনস্টেবল রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে। তিনি বান্দরবান পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইন্সের ব্যারাক ভবনের ছাদ থেকে লাফ দেন কনস্টেবল রাশেদুল ইসলাম। এ ঘটনায় তার দুই পা ভেঙে যায়। গুরুতর অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ লাইন্স হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছিল বলে জানায় সূত্রটি।
পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানান, কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
ঢাকা/চাইমং/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ দ ল ইসল ম প ল শ ল ইন স অবস থ য় ত ব ন দরব ন
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫