চাঁপাইনবাবগঞ্জে পৌঁছাল ২ প্রবাসীর লাশ
Published: 7th, September 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই মালয়েশিয়া প্রবাসী শামীম রেজা ও তুহিন আলীর লাশ নিজের বাড়িতে পৌঁছেছে। ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে সেখানে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রামের বাড়ি উপজেলার গোপালনগর ও নসিবন্দিনগরে লাশবাহী গাড়ী এসে পৌঁছায়। এ সময় ওই এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
আরো পড়ুন:
ফরিদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার
৫ ঘণ্টা পর ফরিদপুরের ২ মহাসড়কে যান চলাচল শুরু
নিহতরা হলেন, গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং ওই ইউনিয়নের নসিবন্দিনগর গ্রামের কাবিলের ছেলে শামীম রেজা (২৩)। তারা মালেশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।
নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, ৩১ আগস্ট মালেশিয়ায় সরকারি ছুটির দিন ছিল। তুহিন ও শামীমসহ পাঁচজন ওভারটাইমে কাজে গিয়েছিল। সেখান থেকে পিকআপে করে বাসায় ফেরার সময় সেটি নিয়ন্ত্রণ হারায়। তাদের সঙ্গে থাকা তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম সড়ক থেকে নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহতের সাতদিন পর তাদের লাশ বাড়িতে পৌঁছায়। বেলা ১১টায় তাদের লাশ দাফন করা হয়।
মালয়েশিয়ার সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো দেশটির লিপিস জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট ইসমাইল মানের বরাত দিয়ে জানায়, ৩১ আগস্ট বিকেল ৩টা ৩০ মিনিটে তানজুং গাহাইয়ের খামার থেকে শ্রমিকরা বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মারাত্মক দুর্ঘটনার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলছে।
ঢাকা/শিয়াম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন মরদ হ প রব স ন হত
এছাড়াও পড়ুন:
বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ
ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।
বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা।
রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান।
বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।
বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা