ছেলের ক্ষতবিক্ষত দেহ ঘরে, মাকে নিয়ে গেল পুলিশ
Published: 7th, September 2025 GMT
ঢাকার কেরাণীগঞ্জে ঘুমন্ত শিশুকে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের সদস্যদের।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্দুল্লাহ (দেড় বছর)। গ্রেপ্তার নারীর নাম শারমিন (৩৪)।
আরো পড়ুন:
শিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১
অপহরণ করে শিশুকে হত্যা, মাথার খুলি ও হাড় উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে একই গ্রামের টুটুল নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের আগে থেকেই শারমিনের মানসিক সমস্যা ছিল। দুই দিন আগে দেড় বছরের ছেলেকে নিয়ে বাবা আবুল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন শারমিন।
শনিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ছেলেকে নিয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। মধ্যরাতে বটি দিয়ে নিজের সন্তানকে হত্যা করেন।
কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু আব্দুল্লাহর ক্ষতবিক্ষত দেহ দেখতে পায়। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শিপন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন