মাসদাইর শ্মশানের পুকুরে অবৈধ বেড়া অপসারণে জেলা প্রশাসকের নির্দেশ
Published: 7th, September 2025 GMT
নারায়ণগঞ্জ মাসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশানের পুকুরের অবৈধ বেড়া অপসারণের ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তি ও মনির গংদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে অবহিত করে বলেন বিগত ৩০০ বছর যাবৎ সনাতন ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শ্মশানে পূর্জা অর্চণা, শবদেহ দাহ, দাহের পর নাভি পুকুরে বিসর্জন দেওয়ার ধর্মীয় রীতি নির্বিঘ্নে পালন করে আসছেন।
কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে গত কয়েক বছর যাবৎ জনৈক মনির গং পুকুরের মালিকানা দাবি করে। দেশের জলাশয় ভরাট আইন অমান্য করে পুকুর ভরাট, বসতি নির্মাণ করে ভাড়া আদায় করছেন।
সর্বশেষ গত ০২/০৯/২৫ইং তারিখ শ্মশানের চুলা সংলগ্ন এলাকার পিছনের পুকুরে বেড়া নির্মাণ করায় শবদেহ দাহ করার কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, অথচ এই পুকুরের ব্যাপারে এশটি মামলা বিচারাধীন আছে এবং উল্লেখিত পুকুরটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে অধিগ্রহনের প্রক্রিয়া চলমান আছে।
বিষয়টি জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হলে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন সংবাদপত্রেবিবৃতি প্রদান করে ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে এবং পুকুর পূর্বেও অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান।
জেলা প্রশাসক উভয় পক্ষের আলোচনা অত্যন্ত মনযোগ সহকারে শোনেনএবং আগামীকালের মধ্যে শ্মশানের পিছনের পুকুরের বেড়া অপসারনের নির্দেশ দেন এবং মনির গং নির্দেশ মানার সম্মতি প্রদান করেনএবং জেলা প্রশাসক মহোদয় অধিগ্রহন প্রক্রিয়া দ্রুত শেষ করার আশ^াস দেন।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপস্থিত ছিলেন। সনাতনী সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন পরিতোষ কান্তি সাহা, শ্মশান উন্নয়ন কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ^াস, নারায়ণ চন্দ্র দেব, শংকর সাহা, সুজন সাহা, তারাপদ আচার্য্য, ভবানী শংকর রায়, লিটন পাল, হিমাদ্রি সাহা, এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক রোগীদের ফ্রী স্বাস্থ্য সেবা দেয়া ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ১৩নং ওয়ার্ড মোস্তাফিজুর রহমান, ইসহাক মোহাম্মদ তন্ময়, জুনায়েদ আহমেদ শামীম, আমিনুল ইসলাম রকি, আব্দুল্লাহ রোমান।