MRT-2 (মেট্রোরেল) প্রকল্পে না’গঞ্জকে যুক্ত করার দাবিতে মানববন্ধন
Published: 7th, September 2025 GMT
ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-২ প্রকল্পে রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধন থেকে প্রধান উপদেষ্টা ভবন ঘেড়াও , হরতাল ও লংমার্চ করার হুঁশিয়ারি দেন বক্তারা ।
বোরবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সামনে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ ব্যানারে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন থেকে এমআরটি লাইন -২ এর দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্যে রাখেন।
এসময় উপস্থিত ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ এর সমন্বয়ক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, মহনগর সদস্য সচিব এড.
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি নাজমুল কবির নাহিদ, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, বন্দর থানা যুবদল নেতা আমীর হোসেন, জুয়েল রানা প্রমুখ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘ ১৬ বছর স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়েছিল, জনপ্রতিনিধিরা দেশের স্বার্থ চিন্তা না করে লুটপাটে মগ্ন ছিল। তার প্রেক্ষিতে ঢাকার আশে-পাশের ৫ থেকে ৬টি জেলা সংযুক্ত হলেও পাশের গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও সবসময় আমরা বঞ্চিত হয়েছি।
বঞ্চনার দিন শেষ আগামীর বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের সকলের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জকে এমআরটি লাইন-২ প্রকল্পে যুক্ত করতে হবে। এটি রাজনৈতিক দলের দাবি নয়, এটি নারায়ণগঞ্জবাসীর দাবি।’
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
দুর্গাপূজায় অরাজকতা রোধে পদক্ষেপ নিতে আহ্বান মহিলা পরিষদের
প্রতিবছর বাঙালি হিন্দুদের সর্বজনীন দুর্গোৎসবকে কেন্দ্র করে নানা সাম্প্রদায়িক ঘটনা ঘটে। আসন্ন দুর্গাপূজায় যেন কোনো ধরনের অরাজকতা না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। ‘বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি’ শিরোনামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের উদ্যোগে ঢাকার পাশাপাশি দেশের সব জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে মানববন্ধনে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সহসভাপতি মাখদুমা নার্গিস, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, আন্দোলন উপপরিষদ সম্পাদক রাবেয়া খাতুন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও আন্দোলন উপপরিষদ সদস্য বহ্নিশিখা দাশ পুরকায়স্থ বক্তব্য দেন। মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার নুরুননাহার তানিয়া মানববন্ধন সঞ্চালনা করেন।
সভাপতির বক্তব্যে ফওজিয়া মোসলেম বলেন, ‘আমাদের সংবিধানে নারী-পুরুষনির্বিশেষে সবার জন্য সমতা, ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে মর্যাদাকে সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। এ দেশে নানা জাতি, ধর্ম, বর্ণ ও সংস্কৃতির লোকের বসবাস। সবার নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজকে নিরাপদ পরিবেশ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা আরও কার্যকর হওয়া আবশ্যক। রাষ্ট্রকাঠামো এমন হওয়া উচিত, যাতে সবাই মিলে নিজ নিজ উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে।’