মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে উড়িয়ে দিলো স্পেন
Published: 8th, September 2025 GMT
ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন দুর্দান্ত ছন্দ আছে বিশ্বকাপ বাছাইপর্বে। রবিবার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কনিয়ায় তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো জোড়া নয়, করলেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। সঙ্গে পেদ্রি পেলেন জোড়া গোল এবং ফেরান তোরেসও নাম তুললেন স্কোরশিটে।
ম্যাচের শুরু থেকেই ছিল স্পেনের আধিপত্য। যদিও প্রথম দিকে হাকান চালহানোগলুর শট ঠেকিয়ে দেন গোলকিপার উনাই সিমন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তুরস্ক।
আরো পড়ুন:
দাপুটে জয়ে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু
স্পেনজুড়ে ভয়াবহ দাবানল, ঘরছাড়া হাজার হাজার মানুষ
মাত্র ৫ মিনিটের মাথায় নিকো উইলিয়ামস ও পেদ্রির শট রুখে দেন গোলরক্ষক উগুরকান চাকির। কিন্তু বেশিক্ষণ ঠেকাতে পারেননি তিনি। দুর্দান্ত মুভে ডিফেন্ডার কাটিয়ে লো শটে গোল করে স্পেনকে এগিয়ে দেন পেদ্রি।
২২ মিনিটে আসে দ্বিতীয় গোল। বাম দিক থেকে কুকুরেল্লা ও পেদ্রির দারুণ বোঝাপড়ার পর একের পর এক টিকি-টাকা পাসে তৈরি হয় সুযোগ। সেখান থেকে বল পান মেরিনো, যিনি ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও মেরিনো। এবার পেদ্রির সঙ্গে ওয়ান-টু খেলে সহজ ফিনিশে দ্বিতীয় গোল তুলে নেন তিনি।
দ্বিতীয়ার্ধেও স্পেনের আগ্রাসন। ৫৩ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে গোল করেন ফেরান তোরেস। আর চার মিনিট পর ২০ গজ দূর থেকে দারুণ কার্লিং শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো।
৬১ মিনিটে স্কোরলাইন দাঁড়ায় ৬-০। ওয়ারিয়াজাবালের দারুণ দৌড় ও কাট-ব্যাক থেকে সহজেই গোল করেন পেদ্রি।
শেষ দিকে কিছুটা রুক্ষ হয়ে ওঠে খেলা। রিয়াল মাদ্রিদের তরুণ তারকা আর্দা গুলার ফ্রি-কিক নিতে গেলে বার্সেলোনার লামিন ইয়ামালের সঙ্গে বাদানুবাদ হয়। তবে স্পেনকে আর ছুঁতে পারেনি তুরস্ক। গুলারের কয়েকটি দূরপাল্লার শট আর কেরেম আক্তুরকোলুর প্রচেষ্টা ব্যর্থ হয়।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত মেরিনো বলেন, “প্রথম হ্যাটট্রিক, প্রথম অনুভূতি- দারুণ! আমি মিডফিল্ডার হিসেবে গোল করার দিকটা নিয়ে অনেক কাজ করছি। আজকে তা ফল দিয়েছে।”
এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দুর্দান্ত সূচনা করল স্পেন। প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছিল বুলগেরিয়াকে। ‘ই’ গ্রুপে যথারীতি শীর্ষে আছে তারা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব ছ ই ফ টবল ত রস ক গ ল কর প রথম
এছাড়াও পড়ুন:
প্রতিষ্ঠার দেড় যুগ পর ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নিয়ে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে শিক্ষার্থীদের। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গেজেট প্রকাশ হয়ছে গঠনতন্ত্র।
এরই মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর হতে যাচ্ছে কাঙিক্ষত কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ব্যাকসু নির্বাচন। তবে এর জন্য আমরণ অনশন থেকে শুরু করে সব ধরনের কর্মসুচিই পালন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরো পড়ুন:
‘আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চাই’
বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের মডেল প্রদর্শন
জুলাই অভ্যুত্থান পর গণরুম ও গেস্ট রুমের যে সাংস্কৃতি ছিল, তা এখন বন্ধ হয়েছে। কোনো রাজনৈতিক দলের কমকাণ্ডে সামিল হওয়াও বাধ্যতামুলক নয়।
তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে এ ছাত্র সংসদ। যাতে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে।
কেন্দ্রীয় ছাত্র সংসদ বেরোবির বিধিমালা অনুযায়ী, ১৩টি পদে সরাসরি নির্বাচন ও হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যাতে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সব ধরনের কথা তুলে ধরতে পারবেন।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শেখর রায় বলেন, “সুষ্ঠু নিরপেক্ষ ও লেজুরবিত্তিক রাজনীতি ব্যতীত একটি নির্বাচন হোক। যোগ্য, আদর্শ, উত্তম চরিত্র ও মনের প্রার্থী বিজয়ী হোক। নির্বাচিত হয়ে তারা হয়ে উঠুক বেরোবির একেকজন যোগ্য প্রতিনিধি। তারা ন্যায়ের পক্ষে থাকুক । তাদের হাত ধরেই এগিয়ে যাক বেরোবি।”
গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি, অধিকার ও স্বার্থ রক্ষার প্রধান মঞ্চ। এটি প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যাতে প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠ পৌঁছে যায় সিদ্ধান্ত গ্রহণের টেবিলে। কিন্তু এজন্য সংসদকে দলীয় প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। প্রকৃত অর্থে ছাত্র সংসদ তখনই সফল, যখন তা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের সমস্যার সমাধান ও কল্যাণে কাজ করে।”
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, “আমরা এমন ছাত্র সংসদ চাই, যেখানে যোগ্য নেতৃত্ব আসবে এবং সব শিক্ষার্থীর সমস্যা সমাধানের হাতিয়ার হয়ে কাজ করবে। সবমিলিয়ে সবার বিশ্বস্ত জায়গা হবে এই ছাত্র সংসদ।”
ঢাকা/সাজ্জাদ/মেহেদী