রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে অভিভাবকেরা ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এরপরও ব্যবস্থা না নেওয়ায় তারা স্কুল গিয়ে বিক্ষোভ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। 

স্কুলটি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত। এখানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত রয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম শাহাবুব আলম। তিনি সহকারী শিক্ষক। তার বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ, সুযোগ পেলেই তিনি শিক্ষার্থীদের গায়ে হাত দেন। গত ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মুখ চেপে ধরে শ্লীলতাহানি করেন। 

আরো পড়ুন:

‎ বেরোবি শিক্ষার্থীর পায়ের উপর দিয়ে গেল পিকআপ

গোবিপ্রবি প্রক্টরের বিরুদ্ধে শিক্ষার্থীর সনদ তুলতে বাঁধা দেওয়ার অভিযোগ

কয়েক দিনে এ ঘটনার কথা অভিভাবকদের মাঝে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) প্রধান শিক্ষকের কাছে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। দাবি জানান, দ্রুত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। তবে ব্যবস্থা নেওয়া না হলে সোমবার (৮ সেপ্টেম্বর) তারা বিক্ষোভ করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে স্কুলে আসতে নিষেধ করে দেন। ফলে শাহাবুব আলম এ দিন আর স্কুলে যাননি।

বিক্ষোভ চলাকালে অভিভাবকেরা অভিযোগ করেন, শিক্ষক শাহাবুব আলম নানা অজুহাতে ছাত্রীদের গায়ে হাত দেন। কখনো কখনো শ্লীলতাহানিও করেন। সর্বশেষ ২ সেপ্টেম্বর তিনি চতুর্থ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে এমনটি করেছেন। ভয়ে মেয়েটি এখন স্কুলে আসছে না। 

অভিযুক্ত শিক্ষক শাহাবুব আলম বলেন, ‘‘চতুর্থ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির কথা বলা হচ্ছে। এটা কী করে সম্ভব? আমি আসলে এ রকম না। এটা স্কুলের অভ্যন্তরীণ ব্যাপার। আমাকে ফাঁসানো হচ্ছে।’’

তিনি আরো বলেন, ‘‘আজ (সোমবার) স্কুলে এ রকম ঘটনার কারণে প্রধান শিক্ষক আমাকে যেতে নিষেধ করেন। তাই আমি যাইনি। এখন তদন্ত হবে, আমি ছুটি নেব।’’ 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে স্কুলে আসতে নিষেধ করার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘গতকাল (রবিবার) অভিভাবকেরা আমার কাছে এসে লিখিত অভিযোগ দিয়েছেন যে, শাহাবুব আলম শিক্ষার্থীদের গায়ে হাত দেন, মারধর করেন। যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, সেখানে ২ সেপ্টেম্বর কোনো শিক্ষার্থীকে শ্লীলতাহানির কথা বলা নেই।’’ 

তিনি আরো বলেন, ‘‘এই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)। আমি তাকে বিষয়টি জানিয়েছি। তদন্ত করে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’’

ঢাকা/কেয়া/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ হ ব ব আলম স প ট ম বর ব যবস থ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ