ছাত্রীদের হেনস্থার অভিযোগ, প্রধান শিক্ষককে গণপিটুনি
Published: 8th, September 2025 GMT
কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
যদিও অভিযুক্ত শিক্ষক এমন অভিযোগ নাকচ করেছেন। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কিছু লোকজন তাকে মারধর করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মরিচা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিভাবকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন। সোমবার সকালে স্কুলে এলে অভিভাবক ও স্থানীয়রা তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনি দেওয়া হয়।
অভিযুক্ত শিক্ষক বলেন, ‘‘পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কিছু লোকজন মিথ্যা অভিযোগ তুলে আমাকে মারধর করেছে। একফাঁকে সেখান থেকে পালিয়ে আসি।’’
দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ বলেন, ‘‘ঘটনাটি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্তে যদি দোষী প্রমাণিত হয়, তবে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘‘অভিভাবক ও স্থানীয়রা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। আমরা খোঁজ নিয়ে দেখছি।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫