কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।

যদিও অভিযুক্ত শিক্ষক এমন অভিযোগ নাকচ করেছেন। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কিছু লোকজন তাকে মারধর করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মরিচা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিভাবকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন। সোমবার সকালে স্কুলে এলে অভিভাবক ও স্থানীয়রা তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনি দেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষক বলেন, ‘‘পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কিছু লোকজন মিথ্যা অভিযোগ তুলে আমাকে মারধর করেছে। একফাঁকে সেখান থেকে পালিয়ে আসি।’’

দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ বলেন, ‘‘ঘটনাটি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্তে যদি দোষী প্রমাণিত হয়, তবে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

সোলায়মান শেখ বলেন, ‘‘ফোনে এমন একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘‘অভিভাবক ও স্থানীয়রা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। আমরা খোঁজ নিয়ে দেখছি।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ