নেপালে চলমান সহিংস আন্দোলনের কারণে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছেন না জামাল ভূঁইয়ারা। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশটির ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। ফলে পরিকল্পনা অনুযায়ী বিকেল ৩টার ফ্লাইটে ওঠার কথা থাকলেও আটকে গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা।

কাঠমান্ডুতে দুর্নীতিবিরোধী আন্দোলন ঘিরে দিন দিন বাড়ছে উত্তেজনা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এখন পর্যন্ত সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন, আহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছে সরকার।

আরো পড়ুন:

নেপাল থেকে আজই দেশে ফিরছে বাংলাদেশ দল

দেশে ফিরেছে ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

ফুটবলের সফর নিয়েও তৈরি হয়েছে জটিলতা। দুই প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দল নেপালে গেলেও প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচ নিরাপত্তা ঝুঁকির কারণে বাতিল হয়ে যায়। এরপরই দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেয় বাফুফে। তবে ফ্লাইট বাতিল হওয়ায় এখন অনিশ্চয়তায় পড়ে গেছে পুরো দল।

বাংলাদেশ দল নিরাপদে ফেরার জন্য বিকল্প ব্যবস্থা খুঁজছে টিম ম্যানেজমেন্ট। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কাঠমান্ডুতেই অবস্থান করতে হবে খেলোয়াড়দের।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ ল ইট

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ