জিন তাড়ানোর নামে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে মা-মেয়েকে হত্যা: পুলিশ
Published: 9th, September 2025 GMT
ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা তাহমিনা বেগম ফাতেমাকে (৪৫) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি মো. মোবারক হোসেনকে (২৯) গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খান এসব তথ্য জানান। এর আগে, গতকাল সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন:
নিখোঁজের ৮ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে সালিশে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
মোবারক হোসেন জেলার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত.
পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, সম্প্রতি তাহমিনা ও সুমাইয়ার সঙ্গে মোবারকের পরিচয় হয়। এর সূত্র ধরে প্রায়ই বাসায় যেতেন। জিন তাড়ানোর নানা গল্প শোনাতেন। ধীরে ধীরে মা-মেয়ে তার ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
নাজির আহমেদ খান বলেন, ‘‘সোমবার জিন তাড়ানোর কথা বলে ওই বাসায় যান মোবারক। এ সময় সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। বিষয়টি তাহমিনা বেগম দেখে ফেললে প্রথমে তাকে এবং পরে সুমাইয়াকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন মোবারক। এরপর বাসা থেকে মোবাইল, ল্যাপটপ ও চার্জার নিয়ে পালিয়ে যান।’’
পুলিশ সুপার আরো বলেন, ‘‘এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।’’
ঢাকা/রুবেল/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ