ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা তাহমিনা বেগম ফাতেমাকে (৪৫) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি মো. মোবারক হোসেনকে (২৯) গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খান এসব তথ্য জানান। এর আগে, গতকাল সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

নিখোঁজের ৮ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সালিশে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

মোবারক হোসেন জেলার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত.

আবদুল জলিলের ছেলে।

পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, সম্প্রতি তাহমিনা ও সুমাইয়ার সঙ্গে মোবারকের পরিচয় হয়। এর সূত্র ধরে প্রায়ই বাসায় যেতেন। জিন তাড়ানোর নানা গল্প শোনাতেন। ধীরে ধীরে মা-মেয়ে তার ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

নাজির আহমেদ খান বলেন, ‘‘সোমবার জিন তাড়ানোর কথা বলে ওই বাসায় যান মোবারক। এ সময় সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। বিষয়টি তাহমিনা বেগম দেখে ফেললে প্রথমে তাকে এবং পরে সুমাইয়াকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন মোবারক। এরপর বাসা থেকে মোবাইল, ল্যাপটপ ও চার্জার নিয়ে পালিয়ে যান।’’

পুলিশ সুপার আরো বলেন, ‘‘এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।’’

ঢাকা/রুবেল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ব রক

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ