এবার নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে লাথি-ঘুষি
Published: 9th, September 2025 GMT
সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার সরকারের মন্ত্রীদের যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই তাদের মারধর করা হচ্ছে। মঙ্গলবার অর্থমন্ত্রীর পরে বিক্ষোভকারীদের মারধরের শিকার হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আরজু দেউবা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-এর বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। তার বাড়ির ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা তাকে লাথি ও ঘুষি মেরেছে।
একটি ভিডিওতে দেখা গেছে, আরজু দেউবা তার মুখ থেকে রক্ত মুছছেন। এসময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে রেখেছিল। এর কিছুক্ষণ পরেই, ক্লিপটিতে দেখা যাচ্ছে, ৬৩ বছর বয়সী এই নারীকে পিছন থেকে লাথি মারছে এবং মুখে ঘুষি মারছে বিক্ষোভকারীরা।
ওলি সরকারের দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভ শুরু হলে সোমবার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স সহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা হয়। এর পরপরই নেপালে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার পুলিশি অভিযানে কমপক্ষে ২১ জন নিহত এবং দেশব্যাপী শত শত মানুষ আহত হন। এ ঘটনার পর অস্থিরতা মারাত্মক আকার ধারণ করে। মঙ্গলবার পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মাসহ তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী।
মঙ্গলবার বিকেলে কাঠমান্ডুতে অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলকে ধাওয়া করেছিল বিক্ষোভকারীরা। পরে তাকে ধরে বেধড়ক পেটানো হয়। বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতেও অগ্নিসংযোগ করেছে। আগুনে দগ্ধ হয়ে খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর মারা গেছেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ
ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।
বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা।
রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান।
বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।
বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা