আইসল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয়ে রেকর্ড বইতে এমবাপ্পে
Published: 10th, September 2025 GMT
প্যারিসের পার্ক দে প্রিন্সে হোঁচট খাওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে ফ্রান্স। মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘গ্রুপ-ডি’ এর ম্যাচে ১০ জন নিয়ে খেলেও আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের নায়ক স্বভাবতই কিলিয়ান এমবাপ্পে। যিনি এক গোল করার পাশাপাশি একটিতে সহায়তা করে লিখেছেন নতুন ইতিহাসও।
প্রথমার্ধের ২১ মিনিটে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যায় আইসল্যান্ড। মিশেল ওলিসের ভুলে বল কাড়েন আইসাক বার্গম্যান জোহানসন, সেখান থেকে গোল করেন আন্দ্রি গুডইয়োনসেন। প্রাক্তন চেলসি ও বার্সেলোনা ফরোয়ার্ড আইদুর গুডইয়োনসেনের ছেলে তিনি।
আরো পড়ুন:
দারুণ গোলে অঁরির রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, ফ্রান্সের স্বস্তির জয়
ফ্রান্স দলে নতুন মুখ আকিউস, সুযোগ মেলেনি একিতিকের
তবে বিরতিতে যাওয়ার আগে ফ্রান্স সমতায় ফেরে। মার্কাস থুরামকে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোল করে এমবাপ্পে ছুঁয়ে ফেলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫২ গোল। থিয়েরি অঁরিকে পেছনে ফেলে যা তাকে ফ্রান্সের ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বানায়। শীর্ষে থাকা অলিভিয়ে জিরুর থেকে মাত্র পাঁচ গোল দূরে তিনি।
দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে ম্যাচে ফিরে আসা ফ্রান্সকে এগিয়ে দেন ব্র্যাডলি বারকোলা। এমবাপ্পের পাস থেকে সহজেই গোল করেন তিনি। এরপরই ঝুঁকির মুখে পড়ে স্বাগতিকরা। ৬৮ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির বিপজ্জনক ট্যাকল ভিএআরের পর লাল কার্ডে রূপ নেয়। ফলে শেষ ২২ মিনিট ১০ জন নিয়েই লড়তে হয় ফ্রান্সকে।
শেষ মুহূর্তে গুডইয়োনসেন গোল পেয়েছিলেন বটে, কিন্তু আইব্রাহিমা কোনাতেকে ফাউল করার কারণে ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয় তা। এর আগে আইসল্যান্ডের গোলরক্ষক এলিয়াস রাফন ওলাফসন দুর্দান্ত কয়েকটি সেভে স্বাগতিকদের ভোগালেও শেষ পর্যন্ত হারের শঙ্কা এড়াতে পারেননি।
টানা দ্বিতীয় জয়ে ২ বারের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে শক্ত অবস্থান তৈরি করল। আর এমবাপ্পে আরও একবার প্রমাণ করলেন, ফ্রান্স ফুটবলের নতুন ইতিহাস এখন তার হাতেই লেখা হচ্ছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আইসল য ন ড এমব প প গ ল কর
এছাড়াও পড়ুন:
জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।
রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’
মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।
দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’
প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।