কুতুবপুর ইউপি সদস্য রোকন উদ্দিন আর নেই, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত
Published: 10th, September 2025 GMT
সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী রোকন উদ্দিন রোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি ঢাকার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীনবস্থায় মারা যান।
মরহুম ইউপি সদস্য হাজী রোকন উদ্দিন রোকন এনায়েত নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মতিউর রহমান (মালু) এর পুত্র।
তিনি কুতুবপুর ইউনিয়ন পরিষদের টানা তিনবার বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয় এবং দুইবার কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন।
মৃত্যুকালে রোকন মেম্বার তিন মেয়ে স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পুরো কুতুবপুরে শোকের ছায়া নেমে আসে।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, কুতুপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন সামাজিক সংগঠন রাজনীতিক ও সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বুধবার দুপুরে জহুর নামাজের পর পাগলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর এনায়েত নগর ইউনিয়ন পরিষদ ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় তার নিজ জন্মস্থানে দ্বিতীয় জানাজা শেষে বাবা মৃত মতিউর রহমান মালু চেয়ারম্যানের পাশেই তাকে দাফন করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ সদস য
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ