চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার মার্কিন ও ইইউ কর্মকর্তাদের মধ্যে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির বিকল্পগুলো নিয়ে আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট এই দাবি করেন। আলোচনার সাথে পরিচিত একটি সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

চীন ও ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা। রাশিয়ার এই তেল বিক্রির অর্থ দেশটির অর্থনীতি এবং যুদ্ধকে সচল রাখতে সহায়তা করছে বলে দাবি করে আসছেন ট্রাম্প।

গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আসা পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর মধ্যে রাশিয়ার সাথে লেনদেনের জন্য ২৫ শতাংশ জরিমানা অন্তর্ভুক্ত ছিল।

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানির উপর নির্ভরতা শেষ করার কথা বললেও তাদের প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় ১৯ শতাংশ এখনো সেখান থেকে আসে।

যদি ইইউ চীন ও ভারতের উপর শুল্ক আরোপ করে, তাহলে এটি রাশিয়াকে শুল্কের পরিবর্তে নিষেধাজ্ঞা দিয়ে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার পদ্ধতিতে পরিবর্তন আনবে।

এদিকে, ইইউকে ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানালেও ট্রাম্প নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের বিরাজমান বাণিজ্য প্রতিবন্ধকতা নিয়ে আলোচনার কথা বলেছেন।

ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, আমেরিকা ও ভারত দুই দেশের মধ্যে ‘বাণিজ্যিক বাধা মোকাবেলায় আলোচনা চালিয়ে যাচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন এবং তাদের বাণিজ্য আলোচনার ‘সফল সমাপ্তির’আশা করছেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র উপর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ