ক্রিয়েটিভ মানুষের চাহিদা থাকবেই: বেবী নাজনীন
Published: 11th, September 2025 GMT
ব্লাক ডায়মন্ড খ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন। বাংলাদেশ বেতার, চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ- সব মাধ্যমেই গান গেয়ে অসংখ্য শ্রোতার হৃদয় জয় করে নিয়েছেন। ৫০টি একক এবং ২০০-এরও বেশি মিশ্র অ্যালবাম রয়েছে তার। গান নিয়ে পৃথিবীর বহু দেশে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু গান নিয়ে তৃপ্ত নন এই শিল্পী।
বেবী নাজনীন একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার গানগুলো যখন তৈরি হয়, ইটস লাইক বেবি। এক একটা গান আমার কাছে এক একটি সৃষ্টি। আমি যখন একটা গান গেয়ে ফেলি, তারপরে মনে হয়- আহা যদি আরও ভালো করে গাইতে পারতাম। ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আমার একটা চাহিদা আছে। আমার ভেতরে একটা চাওয়া আছে।’’
বেবী নাজনীন আরও বলেন, ‘‘শিল্পীদের তৃপ্তি এতো সহজে হয় না। আমি এটা বিশ্বাস করি। ক্রিয়েটিভ মানুষের চাহিদা থাকবেই।’’
বেবী নাজনীন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিকবার। আধুনিক গানের বাইরে রবীন্দ্র-নজরুল, লালন, পল্লী, ভাওয়াইয়া গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন