ঢিলেঢালা জাকসু নির্বাচন, ভোটার উপস্থিতি কম
Published: 11th, September 2025 GMT
৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। তবে নির্বাচনী আমেজ বা উৎসবের যে প্রত্যাশা ছিল, তা ক্যাম্পাসে খুব একটা দেখা যায়নি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসের ঘুরে দেখা যায়, ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম।
আরো পড়ুন:
‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’
জাকসু ভোটে বিশৃঙ্খলা: আটকের পর মুক্ত ছাত্রদল নেতা
ক্যাম্পাসের বাইরের ভোটাররা ভোট দিতে কম এসেছে, পাশপাশি বৃষ্টি ছিলো, সবমিলিয়ে ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক না। পাশপাশি জাল ভোট দেওয়া ও আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ পাওয়া গেছে বলে একাধিক প্রার্থী ও ভোটাররা এই প্রতিবেদককে জানিয়েছেন।
প্রীতিলতা হল, খালেদা জিয়া হল, তাজউদ্দীন আহমদ হল, ২১ নং ছাত্র হল, রফিক জব্বার হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, মাওলানা ভাসানী হল, কবি কাজী নজরুল ইসলাম হল, রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল, তারামন বিবি হল এবং জাহানারা ইমাম হলে ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন খুবই কম দেখা গেছে। এমনকি কিছু হলে ভোটারের লাইনই দেখা যায়নি।
ভোট দিতে ১০নং হলে আসা আনিসুল ইসলাম বলেন, “ভোটের পরিবেশ বেশ মোটামুটি। খানিকসময় বৃষ্টি ছিলো। তবে যেমন আমেজ আশা করেছিলাম তেমন হয়নি।”
ঢাকা/সাব্বির/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫