পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের মিটিং করতে দেখা গেছে।

আরো পড়ুন:

রাকসু নির্বাচন: সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে নতুন প্যানেল

সংঘর্ষে আহত চবি শিক্ষার্থীদের বিনামূল্যে সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন রিকশাচালক

খোঁজ নিয়ে জানা যায়, ‎বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় অর্ধশতাধিক নবীন শিক্ষার্থীদের নিয়ে এ মিটিং হয়। নবীন শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় শিবিরের একাধিক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। মিটিংয়ে উপস্থিত ছিলেন পাবনা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি গোলাম রহমান জয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিবির নেতা এই মিটিংয়ের ছবি এবং ভিডিও শেয়ার করলে বিষয়টি জানাজানি হয়। 

এর আগে, ‎পাবিপ্রবিতে গত বছর ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতিনির্ধারকদের জরুরি আলোচনা এবং বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১(১২) অনুসারে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়। ‎নিষেধাজ্ঞা অমান্য করেই শিবিরের প্রকাশ্যে এমন রাজনৈতিক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

ইংরেজি বিভাগের ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মজনু আলম বলেন, “ক্যাম্পাসের ভেতরে রাজনীতি নিষিদ্ধ। ক্যাম্পাসে কোনো দলের কার্যক্রম পরিচালনাকে আমি সমর্থন করি না। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না। তাদের ক্যাম্পাসের ভেতরে বাইরে থেকে নেতা এনে কর্মকাণ্ড পরিচালনা উচিত হয়নি। আমি প্রশাসনের কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “আমাদের সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ভিত্তিতে   ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে। আমরা চাই  ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল আচরণ করুক।”

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রশিবিরের পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান জয় বলেন, “এটা আমাদের দলীয় কোনো মিটিং ছিল না। নবীন শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফিটনেস ক্লাব ক্রিকেট খেলার আয়োজন করেন। আমি খেলা দেখতে যাই। ক্রিকেট খেলা শেষে আমরা মুক্ত মঞ্চে সিনিয়র-জুনিয়র সবাই বসে। সেখানে নবীন শিক্ষার্থীরা নতুন জায়গায় কীভাবে চলাফেরা করবে এ ব্যাপারে আমি মিনিট কয়েক কথা বলি। এখন কে বা কারা দলীয় নাম ব্যবহার করে ফেসবুকে পোস্ট করেছে, তা আমি জানি না।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.

কামরুজ্জামান খান বলেন, “আমি কিছুদিন ধরে ফেসবুক ব্যবহার করছি না। তবে আজ আমি এ বিষয়ে অবগত হয়েছি। তারা অনুমতি না নিয়ে এটা করেছে। তারা এমনটা কেন করছে, তা জানতে আমি তাদের প্রক্টর অফিসে ডাকব।”

ঢাকা/আতিক/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নব ন শ ক ষ র থ র জন ত

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ