ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে: ফয়জুল করিম
Published: 11th, September 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “আমরা যারা ইসলামী দলগুলো আছি, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের চিন্তা ভাবনা করছি। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার চেষ্টা করব।”
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি শাখার আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
সাজিদ হত্যার বিচারসহ ১৫ দাবি ইবি সংস্কার আন্দোলনের
ইবিতে দুর্গাপূজায় পরীক্ষা স্থগিতসহ ২ দাবি সনাতনী শিক্ষার্থীদের
ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা জানতে চাইলে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা বলতে পারব না। তবে প্রশাসনের যে অবস্থা, তার যদি সংস্কার না হয়, ঢেলে সাজানো না হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও তা বিতর্কিত হবে, প্রশ্নবিদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই।”
ফয়জুল করিম বলেন, “পিআর পদ্ধতির নির্বাচন সবচেয়ে নিরাপদ নির্বাচন, ফ্যাসিস্ট তৈরি হবে না। জাতীয় সরকার গঠন হবে, সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে, পেশি শক্তির ব্যবহার হবে না।”
ডাকসু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “ডাকসু নির্বাচনে যে ত্রুটির কথা বলছে, আসলে সে রকম কোনো ত্রুটি হয়নি। ডাকসুতে যে নির্বাচন হয়েছে, সেখানে বাম-রামদের নিপাত হয়েছে, ভারতপন্থিদের কবর রচিত হয়েছে এবং ইসলামপন্থিদের বিজয় হয়েছে।”
অনুষ্ঠানে সংগঠনের ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী, ঝিনাইদহ জেলা সভাপতি ডা.
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ল কর ম ইসল ম
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন