ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “আমরা যারা ইসলামী দলগুলো আছি, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের চিন্তা ভাবনা করছি। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার চেষ্টা করব।”

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি শাখার আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

সাজিদ হত্যার বিচারসহ ১৫ দাবি ইবি সংস্কার আন্দোলনের

ইবিতে দুর্গাপূজায় পরীক্ষা স্থগিতসহ ২ দাবি সনাতনী শিক্ষার্থীদের

ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা জানতে চাইলে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা বলতে পারব না। তবে প্রশাসনের যে অবস্থা, তার যদি সংস্কার না হয়, ঢেলে সাজানো না হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও তা বিতর্কিত হবে, প্রশ্নবিদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই।”

ফয়জুল করিম বলেন, “পিআর পদ্ধতির নির্বাচন সবচেয়ে নিরাপদ নির্বাচন, ফ্যাসিস্ট তৈরি হবে না। জাতীয় সরকার গঠন হবে, সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে, পেশি শক্তির ব্যবহার হবে না।”

ডাকসু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “ডাকসু নির্বাচনে যে ত্রুটির কথা বলছে, আসলে সে রকম কোনো ত্রুটি হয়নি। ডাকসুতে যে নির্বাচন হয়েছে, সেখানে বাম-রামদের নিপাত হয়েছে, ভারতপন্থিদের কবর রচিত হয়েছে এবং ইসলামপন্থিদের বিজয় হয়েছে।”

অনুষ্ঠানে সংগঠনের ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী, ঝিনাইদহ জেলা সভাপতি ডা.

এইচএম মোতাজুল করিম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. আশিকুল ইসলাম, ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আহমাদ আব্দুল জলিল, অ্যাসিস্টেন্ট অ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট জমারত আলী, ঢাবি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হিরা সরকার, কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খান ও ঝিনাইদহ জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা আলহাজ্ব মো. নুর আলম বিশ্বাস প্রমূখ।

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ল কর ম ইসল ম

এছাড়াও পড়ুন:

ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।

ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ