দেশ ছাড়ার পথে জকোভিচ, ভিনদেশে সন্তানদের স্কুল জীবন শুরু
Published: 12th, September 2025 GMT
টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটছেন। সার্বিয়ার মাটিতে বেড়ে ওঠা এই ২৪ গ্র্যান্ড স্ল্যামের অধিকারী নিজ দেশ ছেড়ে পরিবারকে নতুন ঠিকানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই ছেলে স্টেফান (১০) ও মেয়ে তারা (৮)-কে ভর্তি করানো হয়েছে এথেন্সের বিখ্যাত সেন্ট লরেন্স কলেজে আর পরিবার এখন স্থায়ীভাবে বসবাস করছে গ্রীসে।
কেন সার্বিয়া ছাড়ছেন জকোভিচ?
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের সরকারের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন জানানোয় দেশটির শাসক–সমর্থিত গণমাধ্যমের টার্গেটে পরিণত হয়েছেন জকোভিচ। ২০২৪ সালের নভেম্বরে এক রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর সার্বিয়া জুড়ে যে বিক্ষোভ শুরু হয়, সেখানে তিনি খোলাখুলি সহমর্মিতা প্রকাশ করেন।
আরো পড়ুন:
দ্বিতীয়বার ইউএস ওপেনের মুকুট পরলেন আলকারাজ
ইতিহাসের পাতায় নতুন রাজকন্যা, উইম্বলডনের ঘাসে শিয়নটেকের রাজত্ব
ডিসেম্বরে এক্স (টুইটার)-এ দেওয়া বার্তায় লিখেছিলেন, “সার্বিয়ার অসাধারণ সম্ভাবনা আছে, আর শিক্ষিত তরুণরাই এর সবচেয়ে বড় শক্তি। আমাদের সবার দরকার বোঝাপড়া ও সম্মান। আপনাদের সঙ্গে আছি- নোভাক।”
এরপর পুলিশের দমন–নীতিরও কড়া সমালোচনা করেন তিনি। এর জের ধরেই সরকার–ঘনিষ্ঠ মিডিয়া তাকে ‘ভুয়া দেশপ্রেমিক’ বলে কটাক্ষ করতে শুরু করে। এই আক্রমণাত্মক প্রচারণাই পরিবারকে অন্য দেশে নিয়ে যাওয়ার ভাবনায় ঠেলে দিয়েছে জকোভিচকে।
গ্রীসে নতুন জীবন:
এথেন্সে এখন পুরো পরিবার স্থায়ীভাবে থাকছে। সেখানকার কাভুরি টেনিস ক্লাবে ছেলে স্টেফানের সঙ্গে কোর্টে ঘাম ঝরাতেও দেখা গেছে জকোভিচকে। সন্তানদের কোন টেনিস একাডেমিতে ভর্তি করাবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি তিনি। কাভুরি বা এথেন্স রিভিয়ারার যেকোনো একটিতে তাদের খেলার ভবিষ্যৎ গড়ে তুলতে চান এই তারকা।
শুধু পরিবার নয়, পেশাদার টেনিসকেও ধীরে ধীরে গ্রীসে টেনে আনছেন জকোভিচ। তার তত্ত্বাবধানে পরিচালিত এটিপি ২৫০ টুর্নামেন্ট বেলগ্রেড থেকে সরিয়ে আনা হচ্ছে এথেন্সে। আগামী নভেম্বরেই এটি অনুষ্ঠিত হবে ‘হেলেনিক চ্যাম্পিয়নশিপ’ নামে, যেখানে খেলবেন জকোভিচ নিজেও।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।
রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’
মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।
দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’
প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।