দেশ ছাড়ার পথে জকোভিচ, ভিনদেশে সন্তানদের স্কুল জীবন শুরু
Published: 12th, September 2025 GMT
টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটছেন। সার্বিয়ার মাটিতে বেড়ে ওঠা এই ২৪ গ্র্যান্ড স্ল্যামের অধিকারী নিজ দেশ ছেড়ে পরিবারকে নতুন ঠিকানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই ছেলে স্টেফান (১০) ও মেয়ে তারা (৮)-কে ভর্তি করানো হয়েছে এথেন্সের বিখ্যাত সেন্ট লরেন্স কলেজে আর পরিবার এখন স্থায়ীভাবে বসবাস করছে গ্রীসে।
কেন সার্বিয়া ছাড়ছেন জকোভিচ?
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের সরকারের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন জানানোয় দেশটির শাসক–সমর্থিত গণমাধ্যমের টার্গেটে পরিণত হয়েছেন জকোভিচ। ২০২৪ সালের নভেম্বরে এক রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর সার্বিয়া জুড়ে যে বিক্ষোভ শুরু হয়, সেখানে তিনি খোলাখুলি সহমর্মিতা প্রকাশ করেন।
আরো পড়ুন:
দ্বিতীয়বার ইউএস ওপেনের মুকুট পরলেন আলকারাজ
ইতিহাসের পাতায় নতুন রাজকন্যা, উইম্বলডনের ঘাসে শিয়নটেকের রাজত্ব
ডিসেম্বরে এক্স (টুইটার)-এ দেওয়া বার্তায় লিখেছিলেন, “সার্বিয়ার অসাধারণ সম্ভাবনা আছে, আর শিক্ষিত তরুণরাই এর সবচেয়ে বড় শক্তি। আমাদের সবার দরকার বোঝাপড়া ও সম্মান। আপনাদের সঙ্গে আছি- নোভাক।”
এরপর পুলিশের দমন–নীতিরও কড়া সমালোচনা করেন তিনি। এর জের ধরেই সরকার–ঘনিষ্ঠ মিডিয়া তাকে ‘ভুয়া দেশপ্রেমিক’ বলে কটাক্ষ করতে শুরু করে। এই আক্রমণাত্মক প্রচারণাই পরিবারকে অন্য দেশে নিয়ে যাওয়ার ভাবনায় ঠেলে দিয়েছে জকোভিচকে।
গ্রীসে নতুন জীবন:
এথেন্সে এখন পুরো পরিবার স্থায়ীভাবে থাকছে। সেখানকার কাভুরি টেনিস ক্লাবে ছেলে স্টেফানের সঙ্গে কোর্টে ঘাম ঝরাতেও দেখা গেছে জকোভিচকে। সন্তানদের কোন টেনিস একাডেমিতে ভর্তি করাবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি তিনি। কাভুরি বা এথেন্স রিভিয়ারার যেকোনো একটিতে তাদের খেলার ভবিষ্যৎ গড়ে তুলতে চান এই তারকা।
শুধু পরিবার নয়, পেশাদার টেনিসকেও ধীরে ধীরে গ্রীসে টেনে আনছেন জকোভিচ। তার তত্ত্বাবধানে পরিচালিত এটিপি ২৫০ টুর্নামেন্ট বেলগ্রেড থেকে সরিয়ে আনা হচ্ছে এথেন্সে। আগামী নভেম্বরেই এটি অনুষ্ঠিত হবে ‘হেলেনিক চ্যাম্পিয়নশিপ’ নামে, যেখানে খেলবেন জকোভিচ নিজেও।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন