আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা জি এম রুহুল আমীন বলেছেন, “আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই৷ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকবে না।” 

গাজীপুর-১ আসনের দলীয় মনোনয়ন পাওয়ার পর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন তিনি৷ 

আরো পড়ুন:

কানাডাপ্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু 

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে

জি এম রুহুল আমীন বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাকে গাজীপুর-১ আসনের জন্য মনোনয়ন দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল শোডাউনের মধ্যে দিয়ে হাতপাখা প্রতীকের নির্বাচনি প্রচার শুরু করলাম। 

তিনি বলেন, “আমরা পিআর পদ্ধতির জোরালো দাবি জানিয়ে আসছি৷ দীর্ঘ ৫৩ বছর এ দেশে একধরনের নির্বাচন পদ্ধতি দেখে আসছি৷ যেহেতু, দেশে একটি পরিবর্তন হয়েছে, এজন্য মানুষ নির্বাচন ব্যবস্থারও পরিবর্তন চায়৷ গাজীপুর-১ আসনের ভোটারদের উদ্দেশে বলছি, আমরা নির্বাচিত হলে, এ আসনের মধ্যে যে বৈষম্য রয়েছে, তা দূর করব৷ আমরা নির্বাচিত হলে, এই শিল্প এলাকায় যে চাঁদাবাজি ও মাদকের আখড়া রয়েছে, এগুলো চিরতরে মুক্ত করে দেব৷ মানুষের মধ্যে যেসকল অস্বস্তি রয়েছে, এগুলো দূর করে স্বস্তি ফিরিয়ে আনব৷ 

জি এম রুহুল আমীনের মোটরসাইকেল শোডাউন কোনাবাড়ি থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে কালিয়াকৈরর বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে৷ 

জি এম রুহুল আমীন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ)। গাজীপুর-১ আসন কালিয়াকৈর উপজেলা ও সিটি কর্পোরেশনের ৬ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। 

ঢাকা/রেজাউল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ জ প র ১ আসন আসন র

এছাড়াও পড়ুন:

ঢাবিতে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগের উদ্যোগে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ শুরু হয়েছে।

রবিবার (২ নভেম্বর) চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আরো পড়ুন:

জাবি অধ্যাপককে হুমকি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: ইউট্যাব

ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নাসিমুল খবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, শিল্পাচার্য তনয় প্রকৌশলী ময়নুল আবেদিন, ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম এবং শিল্পকর্ম প্রদর্শনীর আহ্বায়ক ড. নাসিমা হক মিতু।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “শিল্পের কোন সীমা নেই। এর একটি শাশ্বত ভাষা রয়েছে। এই শৈল্পিক ভাষা ও শিল্পকর্মের মাধ্যমে শিল্পীরা মানুষের মনে স্থান করে নেন।”

শিক্ষার্থীদের ১ বছরের শ্রেণির কাজ থেকে বাছাইকৃত শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি প্রয়াত ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান স্মরণে উৎসর্গ করা হয়েছে। এতে ৪৩ জন শিল্পীর ৭১টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ছয়জন শিল্পীকে পুরস্কৃত করা হয়েছে। তাদের সনদ ও পুরস্কার প্রদান করেন। পরে তিনি সেরা শিল্পকর্মের জন্য ছয়জনকে সনদ ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।

পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন- প্রত্যয় সাহা (শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার), চিন্ময় ঘোষ (অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার), অলি মিয়া (ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার), মৃধা মো. রাইয়ান আযীম (অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার), সুমিত রায় (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার) এবং সুপ্রিয় কুমার ঘোষ (নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার)।

আগামী ৮ নভেম্বর পর্যন্ত এ শিল্পকর্ম প্রদর্শনী চলবে । প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ