আগামী ২১ শে সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তরুণদলের প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিগঞ্জের গোদনাইল ধনকুন্ডাস্থ জাগরনী সংসদে এ প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা তরুণদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সহ-সভাপতি আরিফ মীরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এ,কে,এম সাইফুল আলম সরকার।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদ ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সাদ্দাম হোসেন, ঢাকা জেলা তরুণদলের সদস্য সচিব ফেরদৌস সিকদার,  নারায়ণগঞ্জ মহানগর তরুণদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজু খাঁন, তারাব পৌরসভা তরুণদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ফতুল্লা থানা তরুণদলের আহ্বায়ক তরিকুল ইসলাম সিফাতসহ আরো অনেকে।

এসময় প্রধান অতিথির বক্তব্য এ,কে,এম সাইফুল আলম সরকার বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে বাংলাদেশ কে স্বাধীনে অগ্রভূমিকায় কাজ করেছে, বাংলাদেশ কে স্বাধীন করেছে, বাংলাদেশ কে স্বৈচার মুক্ত করেছে।

তিনি আরো বলেন, নতুন এবং পুরাতন চক্রন্তকারীরা আবার এক হয়েছে, আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের সকল নেতাকর্মী এই চক্রান্তকারীদের প্রতিহত করবে ইনশাআল্লাহ।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ।

প্রস্তুুতি মূলক সভা শেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল প রস ত

এছাড়াও পড়ুন:

ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। এসব প্রতিষ্ঠানের একেকটি ২০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ৮ সেপ্টেম্বর মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে। গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ টন করা হয়। সেই তুলনায় এবার অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

চলতি বছর অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। অনুমোদনপত্রে বলা হয়েছে, শুল্ক কর্তৃপক্ষ রপ্তানি পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে। অনুমোদিত পরিমাণের বেশি রপ্তানি করা যাবে না। অনুমতিপত্র হস্তান্তরযোগ্য নয়। সরকার প্রয়োজনে যেকোনো সময় এই রপ্তানির অনুমতি বাতিল করতে পারবে।

ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো খুলনার আরিফ সি ফুডস, বিশ্বাস এন্টারপ্রাইজ, লোকজ ফ্যাশান ও মাশফি অ্যান্ড ব্রাদার্স, চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইস ও আনরাজ ফিশ প্রোডাক্টস, যশোরের লাকী এন্টারপ্রাইজ, এমইউ সি ফুডস, লাকী ট্রেডিং, রহমান ইমপেক্স ফিস এক্সপোর্ট, মোহাতাব অ্যান্ড সন্স, জনতা ফিস, বিশ্বাস ট্রেডার্স ও কেবি এন্টারপ্রাইজ, ঢাকার ভিজিল্যান্ড এক্সপ্রেস, স্বর্ণালী এন্টারপ্রাইজ, মাজেস্টিক এন্টারপ্রাইজ ও বিডিএস করপোরেশন, বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, এ আর এন্টারপ্রাইজ ও তানিসা এন্টারপ্রাইজ, পাবনার নোমান এন্টারপ্রাইজ, রুপালী ট্রেডিং করপোরেশন, সেভেন স্টার ফিস প্রসেসিং কোং, ন্যাশনাল অ্যাগ্রো ফিশারিজ, আরফি ট্রেডিং করপোরেশন, জারিফ ট্রেডিং করপোরেশন, জারিন এন্টারপ্রাইজ, ফারিয়া ইন্টারন্যাশনাল ও সততা ফিস, ভোলার রাফিদ এন্টারপ্রাইজ, সাতক্ষীরার মা এন্টারপ্রাইজ ও সুমন ট্রেডার্স।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
  • সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান
  • সদরে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
  • আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মতবিনিময় সভা