ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মহাখালী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
 
উপাচার্য তার বক্তব্যে বলেন, “দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরো কার্যকর করতে জনস্বাস্থ্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। এমপিএইচ প্রোগ্রামের মাধ্যমে দক্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক তৈরি হবে, যা জাতীয় স্বাস্থ্য উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি আইএসইউ জনস্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ। এই প্রোগ্রাম শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করবে।”
 
প্রথম ব্যাচের শিক্ষার্থীরা জানান, দেশের স্বাস্থ্যব্যবস্থা ও জনস্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক অবদান রাখার অঙ্গীকার নিয়ে তাদের এমপিএইচ শিক্ষা যাত্রা শুরু করেছেন। তাঁরা বিশ্বাস করেন, এই উচ্চশিক্ষা তাদেরকে আধুনিক জ্ঞান, গবেষণার দক্ষতা এবং প্রয়োজনীয় পেশাগত অভিজ্ঞতায় সমৃদ্ধ করবে, যা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সহায়ক হবে।
 
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার ফাহমিদা বিনতে মেসবাহ'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড.

মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার শফিকুল ইসলাম, প্রফেসর শাহনাজ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ আলী।

ঢাকা ইভা 
 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জনস ব স থ য

এছাড়াও পড়ুন:

আইএসইউতে অনুষ্ঠিত হলো নবীনবরণ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হলো ফল-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য তাসমিয়া রহমান।

অধ্যাপক আব্দুল আউয়াল খান বলেন, ‘উন্নত ক্যারিয়ার গঠনে অবশ্যই শিক্ষাজীবনে যেমন পড়াশোনা করতে হবে, তেমনি ভালো মানুষ হয়েও গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের সব ক্ষেত্রে সেরা হতে হবে যেন পরিবার, দেশ এবং বিশ্বের জন্য অবদান রাখতে পারো। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসি পরিচালক অধ্যাপক মো. একরামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। শোয়েব আহমেদ ও মাইশা আফিয়া জেরিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পর্কিত নিবন্ধ

  • আইএসইউতে অনুষ্ঠিত হলো নবীনবরণ