তৃণমূলই দলের প্রাণ, তৃণমূল না থাকলে আমরাও থাকবো না : মামুন মাহমুদ
Published: 13th, September 2025 GMT
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে "বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা" বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা আজহারুল ইসলাম মান্নানের বাস ভবনে এ সভা আয়োজন করা হয়।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “তৃণমূলই দলের প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকব না। আওয়ামী লীগ পালিয়ে গেলেও কিছু কিছু দুষ্ট লোক সমাজে রয়েছে। আমি বিশ্বাস করি যে নেতা-কর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা এনেছে, তারা কখনো বিএনপির ক্ষতি করতে পারে না। কারো সঙ্গে হিংসা করবেন না। সাংবাদিকদের ভুল তথ্য দেবেন না।
কোনো অন্যায় কারিকেও প্রশ্রয় দেওয়া হবে না। আপনি কি বিনিময় পাওয়ার জন্য রাজনৈতিক করেছেন? তৃণমূলের সাথে ভাব দেখাবেন না। তাদেরকে ভালোবাসা দিন, আদর করুন। সামনে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে। সামনে ক্লিন অপারেশন শুরু হবে। সতর্ক থাকবেন।
নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। ঝগড়া করবেন না। এক টেবিলে বসার চেষ্টা করুন। তাদেরকে বোঝাতে চেষ্টা করুন। সবাই দলের কর্মী হিসাবে কাজ করবেন। সবাইকে নিয়ে এক টেবিলে বসুন, তাদেরকে বলেন আসুন সবাই মিলে ‘ধানের শীষ’-এর জন্য কাজ করি।”
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, নজরুল ইসলাম টিটু,উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, আলী আজগর চেয়ারম্যান, কাঁচপুর বিএনপির সভাপতি সেলিম হক রুমি, রিয়াজ উদ্দিন পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান ও সাধারণ সম্পাদক মোতালেব, হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শম্ভপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সনমান্দি ইউনিয়নের সভাপতি শফিউদ্দিন মজনু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, নুরুন নাহার, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের তুষার, সোনারগাঁও উপজেলা ওলমাদলের সভাপতি ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, পৌরসভা যুবদল নেতা আবুসালে মুছা, আল আমিন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কায়সার আহমেদ, মোগড়াপারা ইউনিয়ন যুবদল সেক্রেটারী আরিফুল ইসলাম, কৃষক দলের সভাপতি ফজলু মেম্বারসোনারগাঁও উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি, সাধারন সম্পাদক ও উপজেলার সকল ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও র জন ত ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স ও উপজ ল ল ইসল ম স ন রগ য বদল
এছাড়াও পড়ুন:
না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক রোগীদের ফ্রী স্বাস্থ্য সেবা দেয়া ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ১৩নং ওয়ার্ড মোস্তাফিজুর রহমান, ইসহাক মোহাম্মদ তন্ময়, জুনায়েদ আহমেদ শামীম, আমিনুল ইসলাম রকি, আব্দুল্লাহ রোমান।