উচ্ছেদের পরও দখল কাঁচপুরের ফুটপাত, বাড়ছে ভোগান্তি
Published: 13th, September 2025 GMT
সোনারগাঁয়ে কাঁচপুরে হাইওয়ে সড়কের পাশে পরিচালিত উচ্ছেদ অভিযানের অল্প কিছুদিনের মধ্যেই আবারো ফুটপাত দখল হয়ে গেছে। অসংখ্য হকার ও অবৈধ দোকানপাট বসায় তৈরি হচ্ছে যানজট, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল।
স্থানীয়দের অভিযোগ, কাঁচপুর ইউনিয়নের প্রধান চলাচলের রাস্তা হিসেবে পরিচিত বাস ইস্টার্ন এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
উচ্ছেদের পরও হকার, অবৈধ দোকান ও রাজনৈতিক দলের কার্যালয় গড়ে ওঠায় জনজীবনে ভোগান্তি বাড়ছে। এতে মানুষের হাঁটাচলা যেমন কষ্টকর হয়ে উঠছে, তেমনি সড়কে যানজটও প্রকট আকার ধারণ করছে।
এলাকাবাসীর দাবি, মহাসড়কের রাস্তায় যাতে ডাম্পিংয়ের নষ্ট গাড়ি না রাখা হয় এবং ফুটপাতে অবৈধ দোকান না বসে, সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের মতে, টেকসই সমাধানের জন্য শুধু উচ্ছেদ নয়, নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বাড়ানো জরুরি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তার নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ফ টপ ত
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট