সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় তারা আত্মসমর্পণ করেন। 

আরো পড়ুন:

সীমান্তে মানবতা: ভারতীয় বৃদ্ধার মরদেহ দেখলেন বাংলাদেশি স্বজনেরা

কুমিল্লায় ৫ কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ কাভার্ডভ্যান জব্দ

হস্তান্তর করা বাংলাদেশি নাগরিকরা হলেন- রাঙামাটির লংগদু থানার রসুলপুর গ্রামের সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম (৪৬),  একই এলাকার ইসমাইল গাজীর ছেলে ইসরাফিল হুসাইন (১৬), সাতক্ষীরার শ্যামনগর থানার গোপালপুর গ্রামের হোচেন গাজীর ছেলে মো.

মাহফুজ গাজী (২৯), বাগেরহাটের চিতলমারী থানার শৈলদাহ গ্রামের ভীষণ নাথ বৈদ্যের ছেলে রিতা বৈদ্য (২৭), একই এলাকার তরুণ বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস (১২)। 

অন্যরা হলেন- গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের আলী আকবরের ছেলে আলী আশিক স্বাধীন (২৫), চট্টগ্রামের আনোয়ারা থানার বটতলা গ্রামের অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব (৪৫), তার ছেলে লক্ষী দেব (৮) ও মেয়ে হারী প্রেম (৬) এবং চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামের বিনোদ বিহারী পালের মেয়ে বেবী রানী পাল (৩৪)।

ফেরত আসা মাহফুজ ও কদবানু বেগম জানান, বিনা পাসপোর্টে তারা অনেকদিন আগে ভারতে যান। সেখানে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। গত ১১ সেপ্টেম্বর রাতে তারা ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিজিবির বরাত দিয়ে জানান, গত শুক্রবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে সীমান্তের জিরো পয়েন্টে  পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। নাম ও পরিচয় যাচাই শেষে ফেরত আসাদের শনিবার (১৪ সেপ্টেম্বর) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ব এসএফ

এছাড়াও পড়ুন:

সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী

অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়।  ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়। 

আরো পড়ুন:

কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির

অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প

বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।

বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • শান্তি স্থাপনের লক্ষ্যে আত্মসমর্পণ ও অস্ত্রত্যাগের প্রস্তাব মাওবাদীদের
  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
  • মৌলভীবাজারে পিবিআইর হাজতখানা থেকে আসামির লাশ উদ্ধার
  • সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী