সংরক্ষিত নারী পদের ৬টিতেই শিবির সমর্থিত প্রার্থীদের জয়
Published: 14th, September 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নারীদের জন্য সংরক্ষিত ছয়টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।
জাকসুতে নারীদের জন্য সংরক্ষিত পদগুলো হলো: সহ-সম্পাদক (এজিএস), সহ-ক্রীড়া সম্পাদক, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক এবং কার্যকরী সদস্যের তিনটি পদ।
আরো পড়ুন:
জাকসুর ২৫ পদের ২০টিতেই শিবিরের জয়
ভোট বর্জন করা ছাত্রদল ভিপি-জিএস পদে যত ভোট পেল
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ ঘণ্টা ধরে গণনা শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
পদভিত্তিক ফলাফল
নারী সহ-সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা সর্বোচ্চ ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস প্যানেলের মালিহা নামলাহ পেয়েছেন ১ হাজার ৮৩৬ ভোট।
সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা ১ হাজার ৯৭৬ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্যানেলের সিফাত আরা রুমকি পেয়েছেন ১ হাজার ৮৭৪ ভোট।
সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা ২ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী তাজনিন নাহার তাম্মী পেয়েছেন ১ হাজার ২১৪ ভোট।
কার্যকরী সদস্য (নারী) পদে বরাদ্দ তিনটি পদেই জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। নুসরাত জাহান ইমা পেয়েছেন ৩ হাজার ১৪ ভোট, নাবিলা বিনতে হারুন ২ হাজার ৭৫০ ভোট এবং ফাবলিহা জাহান ২ হাজার ৪৭৫ ভোট।
সংরক্ষিত ছয়টি পদে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র মিলে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি পদের মধ্যে ২০টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। এর মধ্যে রয়েছে সাধারণ সম্পাদক (জিএস) ও দুটি সহ-সম্পাদক (এজিএস) পদও।
ঢাকা/আহসান/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ব র সমর থ ত স রক ষ ত হয় ছ ন
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।